পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৫ | ২২:২৪
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগে উপযুক্ত প্রার্থী নির্বাচন এবং সুপারিশের জন্য সার্চ কমিটি গঠন করেছে সরকার। সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এ কমিটি কার্যকর হবে। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী রাষ্ট্রপতি ও আচার্য উপাচার্য নিয়োগ করবেন। এই নিয়োগের জন্য পাওয়া আবেদনপত্রগুলো থেকে উপযুক্ত তিনজন প্রার্থী বাছাই ও সুপারিশ করার দায়িত্ব সার্চ কমিটিকে দেওয়া হয়েছে।
সার্চ কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও অধ্যাপক মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রয়োজনে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটিকে সচিবীয় সহায়তা দেবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ।
কমিটির কার্যপরিধিতে বলা হয়, উপাচার্য পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ, প্রাপ্ত জীবনবৃত্তান্ত যাচাই করে তিনজন উপযুক্ত প্রার্থী নির্বাচন এবং তাদের মধ্য থেকে একজনকে মনোনয়নের জন্য সরকারের মাধ্যমে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণে সুপারিশ করা।
- বিষয় :
- বিশ্ববিদ্যালয়
- উপাচার্য নিয়োগ
- সার্চ কমিটি