আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালাবে ইউএস-বাংলা

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২০ | ১৩:৩৫
আগামী বছর চার আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট শুরুর পরিকল্পনা করছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। রোববার সন্ধ্যায় কক্সবাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউএস-বাংলার প্রধান নির্বাহী শিকদার মেজবাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, আগামী বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের দুবাই ও আবুধাবিতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছেন তারা। সেই সঙ্গে শ্রীলঙ্কার রাজধানী কলোম্বো এবং মালদ্বীপের রাজধানী মালেতেও ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা।
আন্তর্জাতিক রুটগুলোকে নির্বিঘ্ন করতে ইউএস-বাংলার বিমান বহরে আরও দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যুক্ত করা হচ্ছে বলে জানান মেজবাহউদ্দিন। তিনি বলেন, আগামী বছর থেকে ইউএস-বাংলা যশোর-কক্সবাজার, সিলেট-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালাবে। সে জন্য আরও দুটি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ আনা হচ্ছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই সেগুলো ইউএস-বাংলার বহরে যুক্ত হবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।