ডিএজি রুপার হিসাব চেয়ে ৫৬ ব্যাংকে দুদকের চিঠি

সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০ | ০৬:৪৭
সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) জান্নাতুল ফেরদৌসী রুপার ব্যাংক হিসাব চেয়ে দেশি-বিদেশি ৫৬টি ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার অনুসন্ধান কর্মকর্তার সই করা চিঠিগুলো সংশ্লিষ্ট ব্যাংকের এমডিদের কাছে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, চিঠিতে রুপার চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, ডেবিট ও ক্রেডিট কার্ড, মেয়াদি আমানতসহ (এফডিআর) যাবতীয় হিসাবের তথ্য ও সত্যায়িত নথি চাওয়া হয়েছে। রুপার বিরুদ্ধে পাওয়া অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তথ্যগুলো জরুরিভিত্তিতে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহণ করে জিকে শামীমসহ বিভিন্ন আসামির জামিন করিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়াসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে রুপার বিরুদ্ধে। গত অক্টোবরের শেষ দিকে তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদকের ঢাকাস্থ প্রধান কার্যালয়।
এদিকে রুপাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৭ জানুয়ারি দুদক কার্যালয়ে তলব করা হয়েছে। বৃহস্পতিবার তার কাছে পাঠানো নোটিশে ওইদিন সকাল দশটায় রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।
এর আগে গত ২৯ অক্টোবর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। ওই সময় করোনাভাইরাসে আক্রান্ত উল্লেখ করে দুদকে আবেদন করেছিলেন তিনি। তার আইনজীবীর মাধ্যমে আবেদন পৌঁছানো হয়েছিল কমিশনের প্রধান কার্যালয়ে। এরপর তাকে সময় দেওয়া হয়। রুপার সুস্থতার খবর জেনে আবারও তার কাছে তলবি নোটিশ পাঠানো হলো। তাকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের ফটোকপি এবং অন্যান্য নথিপত্রসসহ হাজির হতে বলা হয়েছে।
- বিষয় :
- দুদক
- ডিএজি রুপা
- ব্যাংক হিসাব তলব