এ. কে. আজাদের সঙ্গে ফরিদপুর পৌর কাউন্সিলর মানুর সাক্ষাৎ

নবনির্বাচিত কাউন্সিলর মাইন উদ্দিন আহমেদ মানু হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদকে ফুলেল শুভেচ্ছা জানান- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০ | ০৯:৩৬ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ | ০৯:৪১
ফরিদপুর পৌরসভার বর্ধিত ২৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মাইন উদ্দিন আহমেদ মানু ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদকে।
কাউন্সিলর নির্বাচিত হয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন আহমেদ মানু শনিবার এ. কে. আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার তেজগাঁও শিল্পাঞ্চলের কার্যালয়ে যান। তাকে নির্বাচনী সাফল্যের জন্য অভিনন্দন জানান এ. কে. আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা আইভি মাসুদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. ফারুক হোসেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা মিদুল চক্রবর্তী, সুগত সাহা, মুরাদ চৌধুরী, ফরহাদ হোসেন, সাইদ আহমেদ প্রমুখ।