ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শ্রীলঙ্কায় মাদক পাচার

পারভেজের জামিন আপিলে বাতিল

পারভেজের জামিন আপিলে বাতিল

সুপ্রিম কোর্টের ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২১ | ১০:১৮ | আপডেট: ০১ নভেম্বর ২০২১ | ১০:১৮

শ্রীলঙ্কায় মাদক পাচারের অভিযোগে করা মামলার আসামি মোহাম্মদ বাঁধন শেখ পারভেজের হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী শফিকুল ইসলাম বাবুল।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৫ জানুয়ারি উত্তরার এক বাড়ি থেকে ওই মাদক চোরাচালানি দলের অন্যতম সদস্য চয়েজ রহমানকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ১২ জানুয়ারি রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ ঘটনায় সিআইডির করা মামলায় আসামিদের বিরুদ্ধে শ্রীলঙ্কায় ৩০২ কেজি হেরোইন এবং পাঁচ কেজি কোকেন পাচারের অভিযোগ আনা হয়। এর মধ্যে চয়েজ রহমানের তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের কাছে কাওলা এলাকা থেকে পারভেজসহ আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় চলতি বছরের গত ২৩ ফেব্রুয়ারি পারভেজকে জামিন দেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে জুন মাসে তার জামিন সাময়িকভাবে স্থগিত করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার হাইকোর্টের জামিনাদেশ পুরোপুরি বাতিল করা হয়।

আরও পড়ুন

×