ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

৭ ‘ঐতিহ্য বলয়’ সৃষ্টি করতে চায় ডিএসসিসি

৭ ‘ঐতিহ্য বলয়’ সৃষ্টি করতে চায় ডিএসসিসি

সভায় বক্তব্য রাখছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩ | ১৩:৩৩ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ | ১৩:৩৪

রাজধানী ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলো রক্ষায় সাতটি ঐতিহ্য বলয় সৃষ্টির উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটি মনে করছে, এটা করা গেলে ঐতিহ্যগুলো যেমন রক্ষা পাবে, তেমনি নগরীর সৌন্দর্যও বাড়বে। পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকরাও উৎসাহিত হবেন।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিয়ে ডিএসসিসি নগরভবনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সুধীজন, কাউন্সিলর, বিশেষজ্ঞ ও পরামর্শকসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে ডিএসসিসি।

সভায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘সাতটি ঐতিহ্য বলয় সৃষ্টির কাজ একসঙ্গে করা  কঠিন। সেগুলোর প্রয়োজনীয় সংস্কার ও দখলমুক্ত করা সময়সাপেক্ষ। প্রথমে একটি বলয়কে কেন্দ্র করে কার্যকর করতে চাইছি। পরবর্তী সময়ে ওই বলয়ের কার্যক্রমের অভিজ্ঞতা সঞ্চয় করে ভুল-ত্রুটি সংশোধন করে পর্যায়ক্রমে বাকিগুলো নিয়ে কাজ করব। একটির কাজ শেষ করতে পারলে জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়বে, মানুষের অংশগ্রহণ বাড়বে। এভাবে ঢাকার পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়া সম্ভব।’

সভায় অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘ডিএসসিসির আওতাধীন এলাকায় পর্যটন শিল্পের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। ঢাকায় গেজেটভুক্ত ৭৪টি হেরিটেজ ভবনের মধ্যে ৬৬টি ভবনের অবস্থান দক্ষিণ সিটিতে। সেসব ভবনকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে নান্দনিকভাবে উপস্থাপন ও আমাদের পর্যটন শিল্পের প্রসারের লক্ষ্যে ডিএসসিসির এই উদ্যোগ আশার সঞ্চার করছে। আমরা অত্যন্ত আশাবাদী। কিন্তু সেজন্য সব অংশীজনকে এগিয়ে আসতে হবে। ডিএসসিসিকে সহযোগিতা করলে ঢাকার পর্যটন খাতের পাশাপাশি আমাদের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য পুনরায় প্রস্ফুটিত হবে।’

সভায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসেফিকের অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ প্রস্তাবিত ৭টি ঐতিহ্য বলয়ের গতিপথ বিস্তারিত উপস্থাপন করেন। 

এসময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মনোজ কুমার রায়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপসচিব সাইফুল হাসান, ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সেলস এন্ড মার্কেটিং ডাইরেক্টর রেজওয়ান মারুফ, আটাবের ভাইস প্রেসিডেন্ট আসফিয়া জান্নাত সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×