ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রংপুর বিভাগ সমিতির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

রংপুর বিভাগ সমিতির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু কালাম সিদ্দিক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৩ | ১৬:০৫ | আপডেট: ১৫ জুন ২০২৩ | ১৬:০৫

সাবেক সচিব নূরুল ইসলামকে সভাপতি ও সিআইডি সদর দপ্তরের ডিআইজি আবু কালাম সিদ্দিককে সাধারণ সম্পাদক করে গঠিত ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

মঙ্গলবার ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রকনুল হক আগামী তিন বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন। এর আগে ২৫ মে সমিতির বার্ষিক সাধারণ সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নামসহ আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন- সাবেক সচিব ও এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজাউল আহসান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, ভূমি মন্ত্রণালয়ের সচিব খলিলুর রহমান, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান প্রধান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবীর, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব ড. মইনুল হক আনছারী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ইসহাক, ডেসকোর প্রধান প্রকৌশলী এনামুল হক, প্রাইম সনিক গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার ও সুপ্রিম টি লিমিটেডর চেয়ারম্যান এইচ এম জাহাঙ্গীর আলম রানা।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব সুলতানা ইয়াসমীন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাঈমা হোসেন, ঢাকা জেলার পুলিশ সুপার সুপার মো. আসাদুজ্জামান ও লিডিং বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সোহেল রানা।

কোষাধ্যক্ষ হিসেবে ব্লুমিং ফার্মার চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নোয়াখালী জেলার পুলিশ সুপার শহীদুল ইসলামসহ আট জেলায় আটজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার হুমায়ুন কবীর, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার আশিক হাসান, দপ্তর সম্পাদক হিসেবে লিডিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিল রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাজমুল ইসলাম সুমন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে নিওসিস ইন্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক বরদা ভূষণ রায় লিটন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক পদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব শাহীনুর ইসলাম রয়েছেন।

আরও পড়ুন

×