ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইনজীবীর

রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইনজীবীর

নিহত পারভীন সুলতানা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ | ১১:৩৪ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ | ১১:৩৪

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় পারভীন সুলতানার (৫৫) নামে মোটরসাইকেল আরোহী এক নারী আইনজীবী নিহত হয়েছেন। রোববার দুপুরে পারভীন সুলতানার মোটরসাইকেলের পেছনে বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভীন সুলতানার বাসা সূত্রাপুরের শ্যামবাজারে ৮ নম্বর মোহন দাস লেনের কাগজিটোলায়। তিনি সুপ্রিম কোর্ট বারের তালিকাভুক্ত আইনজীবী ছিলেন।

যাত্রাবাড়ী থানার এসআই কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এসআই কামরুজ্জামান জানান, লাভলী পরিবহনের একটি বাস ওই নারীর মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনায় পারভীনের ভাতিজা ও মোটরসাইকেলচালক শাখাওয়াত হোসেন হিমেল (৪০) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক জমিসংক্রান্ত একটি মামলার কাজে পারভীন তার ভাতিজাকে নিয়ে নারায়ণগঞ্জের আদালতে গিয়েছিলেন। কাজ শেষে বাসায় ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন।

পারভীনের পরিবার জানায়, চিটাগং রোডের মুখে হানিফ ফ্লাইওভারে ওঠার সময় লাভলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পারভীনকে মৃত ঘোষণা করেন।

এসআই কামরুজ্জামান বলেন, লাভলী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। চালককেও ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আইনজীবী পারভীনের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল (সোমবার) ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×