ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

তেজগাঁওয়ে রয়েলস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

তেজগাঁওয়ে রয়েলস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪ | ১৭:৫৫

রাজধানীর তেজগাঁওয়ে রয়েলস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নিম্নআয়ের মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে বাবলী মসজিদ সংলগ্ন রয়েলস স্পোর্টিং ক্লাবের সামনে এই কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুস্থদের হাতে কম্বল তুলে দেন ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব সফি উল্লা সফি। এসময় আরও উপস্থিত ছিলেন শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সাইফুল, নাজমুল হাসান পলাশ, ৫ নম্বর ইউনিট আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান বাবু, তেজগাঁও রয়েলস স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক শেখ মশিউর রহমান খোকা, যুগ্ম আহ্বায়ক তাহের রহমান, মোহাম্মদ জুয়েল, রনি, আশিক ও অনিক।

কম্বল বিতরণ শেষে ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সফি উল্লা সফি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রয়েলস স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। ধারাবাহিকভাবে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।

রয়েলস স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক শেখ মশিউর রহমান খোকা বলেন, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি কিছু অসহায় শীতার্ত মানুষের মাঝে একটু খুশি এনে দেয় তাতেই আমরা খুশি। আমাদের এই প্রচেষ্টা চলতে থাকবে। আমাদের ক্লাবের পক্ষ থেকে আবারও এমন আয়োজন করা হবে।

আরও পড়ুন

×