ওয়াসার পানিতে মলের গন্ধ, ব্যবহারে বাড়ছে অসুস্থতা

ওয়াসার লাইনে দুর্গন্ধযুক্ত পানি। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪ | ২২:৫৭
কল ছাড়লেই বের হচ্ছে দুর্গন্ধযুক্ত পানি। ময়লা ভাসছে পানিতে। পানের অযোগ্য এ পানিতে করা যাচ্ছে না দৈনন্দিন কাজ। পানি ব্যবহারে অসুস্থ হচ্ছেন শিশু-বয়স্করা। গত ১ সপ্তাহ ধরে এমন অবস্থা রাজধানীর গোপীবাগের ‘তমা দাদা টাওয়ারে’র বাসিন্দাদের।
সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় এমন চিত্র। বাধ্য হয়ে বাহির থেকে পানি কিনে দৈনন্দিন কাজ করছেন ভবনটির বাসিন্দারা।
ভুক্তভোগীরা জানান, বার বার ওয়াসায় অভিযোগ করেও মেলেনি সমাধান। ভবনের বাসিন্দা মাসুম অভিযোগ করেন, ওয়াসার কাছে গত ১ সপ্তাহ ধরে অভিযোগ করা হচ্ছে। তারা দেখছি দেখব করে কালক্ষেপণ করছেন।
ভবনের ১১ তলার আরেক বাসিন্দা জানান, পানিতে নর্দমার গন্ধ। কোনো কাজ করা যাচ্ছে না। ভবনের ১০ থেকে ১২ জন শিশু অসুস্থ হয়েছে।
ভবনটির পাশেই রয়েছে টিটি পাড়া খাল। এলাকাবাসীর অভিযোগ, কোনো কারণে ওয়াসার লাইনের সঙ্গে ঢুকে পড়েছে খালের পানি। ভবনের ৫ম তলার একটি ফ্লাটে গিয়ে দেখা যায় সারি সারি কেনা পানির বোতল। খাবার, গোসল, অজু সব কেনা পানিতে করছেন বলে জানান ফ্লাটের বাসিন্দারা।
১২ তলার বাসিন্দারা দাবি করেন, পানিতে এতোই দুর্গন্ধ যে সাবান দিয়ে পরিষ্কার করলেও গন্ধ যাচ্ছে না।
ভবনে প্রবেশের সময় সেখানে উপস্থিত ছিলেন ওয়াসার প্রকৌশলী। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে সরে পড়েন তারা।