পিবিআই
চোরের হাতে খুন হন নটর ডেমের অফিস সহকারী লিপিকা

লিপিকা গোমেজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:৪১ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:৪২
বাসায় চুরি করতে গিয়ে দুই চোর নটর ডেম কলেজের অফিস সহকারী লিপিকা গোমেজকে খুন করেছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারের পর পিবিআই জানিয়েছে, দুই চোর লিপিকার বাসায় চুরি করতে গিয়েছিল। ওই রাতে বাসায় কিছু একটা শব্দ পেয়ে ঘুমের ঘোরেই লিপিকা জিজ্ঞাসা করেছিলেন, ‘কে শব্দ করছে?’ এতে ভয় পেয়ে তারা তাকে খুন করেন।
ওই ঘটনায় জড়িত সন্দেহে রোববার চোর চক্রের সদস্য জুয়েল রানা ও মো. নজরুলকে গ্রেপ্তার করেছে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর)। ১০ সেপ্টেম্বর রাতে ঢাকার সূত্রাপুরে নিজ বাসায় খুন হন তিনি। সোমবার রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন পিবিআইয়ের ডিআইজি (পশ্চিমাঞ্চল) সায়েদুর রহমান।
তিনি বলেন, ওই দিন রাতে ঢাকা নটর ডেম কলেজের স্টাফ লিপিকা গোমেজ সূত্রাপুর থানাধীন ৭৫ নম্বর ঋষিকেশ দাস রোডের ৪র্থ তলার ভাড়া বাসায় খুন হন। তিনি ঢাকা নটর ডেম কলেজে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দু’জন ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন। তাদের দেওয়া তথ্য মতে; হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি নোজ প্লাস, দুটি স্কু ড্রাইভার এবং নিহতের চুরি হওয়া মালামাল জব্দ করা হয়েছে।
ডিআইজি সায়েদুর রহমান বলেন, পুরান ঢাকায় নজরুলের মেসে খেতেন জুয়েল। সেখান থেকেই তাদের পরিচয়। জুয়েল জানায় তার পাশের ভবনের এক মহিলা থাকেন। তার কোনো স্বামী ও সন্তান নেই। তার বাসায় চুরি করলে অনেক টাকাপয়সা পাওয়া যাবে। পরিকল্পনা মতো জুয়েল তার স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে ঘটনার দিন রাতে নজরুলকে সঙ্গে নিয়ে লিপিকার বাসায় হানা দেয়।
তিনি বলেন, প্রথমে নজরুল ছাদের ওপর দিয়ে এসে বাসার পেছনের ভেন্টিলেটর ভেঙে বাসার ভেতরে ঢোকে। পরে নজরুল বাসার দরজা খুলে জুয়েলকে ডেকে আনেন। তারা চুরি করার সময় নিহত লিপিকা শব্দ করলে নজরুল লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে। আর জুয়েল বালিশ দিয়ে মুখ চেপে ধরলে তার মৃত্যু নিশ্চিত করে। পরে তারা নিহতের দুটি মোবাইল, হাত ব্যাগ নিয়ে বাসার দরজায় তালা লাগিয়ে চলে আসে। দুজন ব্যাগে থাকা ২৬ হাজার ৩৫০ টাকা ভাগ করে নেয়। পরে মোবাইল দুটি ৩ হাজার ৫০০ টাকায় শিবলু হোসেন জয়ের কাছে বিক্রি করে, সে টাকাও নিজেদের মধ্যে ভাগ করে নেয় তারা।