৫৩ বছরে একটা নির্বাচন করার যোগ্যতা রাজনীতিবিদদের হয়নি: আবুল কাসেম ফজলুল হক

ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৪৮ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৫৪
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, গত ৫৩ বছরে একটা নির্বাচন করার যোগ্যতা রাজনীতিবিদদের হয়নি। আমাদের রাজনৈতিক দলগুলো সুষ্ঠু একটা নির্বাচন আয়োজন করতে পারেনি। তারা ব্যর্থ হয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কবি ও সঙ্গীতশিল্পী কফিল আহমেদ এবং কবি আফরোজা সোমাকে তাদের লেখালেখির জন্য এ পুরস্কারে ভূষিত করা হয়।
আবুল কাসেম ফজলুল হক বলেন, গত ২০ বছরে বাংলা একাডেমি যে সাহিত্য পুরস্কার দিয়েছে, তাদের চেয়ে যোগ্য লোক ছিল। দলদাস লেখকদের পুরস্কার দেওয়া হয়, এগুলো পক্ষপাতমূলক।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি ফারুক মাহমুদ, কবি ও এয়ার ভাইস মার্শাল (অব.) এম সানাউল হক এবং সাংবাদিক ও প্রাবন্ধিক কাজল রশীদ শাহীন। সভাপতিত্ব করেন আবু খালেদ সাহিত্য পুরস্কার ২০২৪-এর আহ্বায়ক লেখক ও গবেষক ফয়সাল আহমেদ।
- বিষয় :
- নির্বাচন
- শিক্ষাবিদ
- আবুল কাসেম ফজলুল হক