রয়েল ইউনিভার্সিটিতে তারুণ্যের উৎসব উদযাপিত

ছবি- সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:১৫
তরুণদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে রাজধানীর রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব ২০২৫। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এএনএম মেশকাত উদ্দিন।
বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত অনুষ্ঠানে পিঠা উৎসব, ফটোগ্রাফি প্রতিযোগিতা, গ্রাফিতি প্রদর্শনীসহ নানা আয়োজন ছিল। বিকেলে তরুণদের উচ্ছ্বাসে মুখর হয় মিউজিক ফেস্টিভ্যাল।
উদ্বোধনী আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মেশকাত উদ্দিন বলেন, রয়েল বিশ্ববিদ্যালয় তুলনামূলক কম খরচে মানসম্মত শিক্ষা প্রদান করছে। বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এস এম মুশফিকুর রহমান বলেন, তরুণরাই সমাজ পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। মানসম্মত শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমন্বয়ে তারা একটি আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। পরে উপাচার্য ‘জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস’বিষয়ক গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক দিপু সিদ্দিকী, হোটেল অ্যান্ড ট্যুরিজম বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মলয় সরকার, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি মুরাদ হাসান প্রমুখ।
আরও বক্তব্য দেন দ্য নিউ স্কুল ঢাকার প্রিন্সিপাল ড. সবুজ আহমেদ, এন আই পির চিফ ইনস্ট্রাক্টর আলতাফ উদ্দীন আহমেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- বেসরকারি বিশ্ববিদ্যালয়