ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

খিলগাঁওয়ের ভবনে নিরাপত্তাকর্মীর লাশ

খিলগাঁওয়ের ভবনে নিরাপত্তাকর্মীর লাশ

ছবি: প্রতীকী

সমকাল প্রতি‌বেদক

প্রকাশ: ০৩ মে ২০২৫ | ২১:৫৪

রাজধানীর খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ায় নির্মাণাধীন একটি ভবন থেকে রাজন ইসলাম (২৫) নামে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশটি পড়ে থাকার খবর পায় তারা। পুলিশ বলছে, রাজনকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর ওই ভবনে লিফট স্থাপনের ফাঁকা জায়গায় ফেলে রেখে যায়। লাশ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

খিলগাঁও থানার ওসি মোহাম্মদ দাউদ হোসেন বলেন, রাজন নির্মাণাধীন ভবনটির নিরাপত্তাকর্মী ছিলেন। তাঁকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

রাজনের ভাই কামরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার থেকে তাঁর ভাই নিখোঁজ ছিলেন। পরে সন্ধান চেয়ে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তাদের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়।

কামরুল বলেন, মোল্লা আমিন নামে এক ব্যক্তি গত বুধবার সকালে ওই ভবনে গিয়েছিলেন। পরে আমিন এবং আরও একজনের মোবাইল ফোন চুরি হয়েছে বলে তারা দাবি করেন। এ ঘটনায় রাজনকে সন্দেহ করেন আমিন। এ নিয়ে দু’জনের কথাকাটাকাটি হয়। এর পরদিন থেকে রাজন নিখোঁজ ছিলেন। 


 

আরও পড়ুন

×