উত্তরায় মব সৃষ্টি করে হোটেল দখলের চেষ্টা, গ্রেপ্তার ৯

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ০৩:৫২
রাজধানীর উত্তরায় ‘মব’ সৃষ্টি করে ‘হোটেল মিলিনা’ নামে একটি আবাসিক হোটেল দখলের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গতকাল রোববার র্যাব-১ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়া এবং ‘মব’ সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকে সাজ্জাদ হোসেন, শফিক মোল্লা, আরিফুল ইসলাম, তন্ময় হোসেন শাওন, রবিউল ইসলাম, আনোয়ার হোসেন আশিক, সাইফুল ইসলাম সাগর, জালাল খান ও মো. আমিরকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুরে শফিক মোল্লার নেতৃত্বে হোটেল মিলিনার মালিক আনোয়ার হোসেনের সঙ্গে পূর্বের ব্যবসায়িক সূত্র ধরে ‘মব’ সৃষ্টির চেষ্টা করা হয়। এ সময় ১০টি মোটরসাইকেলে কমপক্ষে ২৪ জন জোরপূর্বক হোটেলটি দখল করতে যায়। এ সময় দূর থেকে ওই ঘটনার কিছু ছবি ধারণ করেন র্যাব-১-এর একজন গোয়েন্দা সদস্য। ছবি ধারণের সময় ‘মব’ সৃষ্টিকারীরা র্যাব সদস্যকে ঘেরাও করে এবং ছবি তুলতে বাধা দেয়। এরপর খবর পেয়ে র্যাব এবং উত্তরা পূর্ব থানা পুলিশ ‘মব’ নিয়ন্ত্রণ করে।
ঢাকার উত্তরা পূর্ব থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘তাদের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ। ওই মামলায় আজকে তাদের আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’