ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মেটলাইফের ফ্রি স্বাস্থ্যসেবা অ্যাপের পরিসর বাড়ল

মেটলাইফের ফ্রি  স্বাস্থ্যসেবা অ্যাপের  পরিসর বাড়ল

রাজধানীর মতিঝিলে মেটলাইফ বাংলাদেশের কার্যালয়ে স্বাস্থ্যসেবা অ্যাপের পরিসর বাড়ানাের অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সিইও আলা আহমদ, এশিয়ার সিএমও সঞ্জীব কাপুরসহ কর্মকর্তারা ফটাে রিলিজ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:০৯

বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশের মোবাইল অ্যাপ ‘ওয়ান বাই মেটলাইফ’-এর পরিসর বাড়ল। এখন থেকে অ্যাপটি গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোর এবং ওয়েব এই তিন মাধ্যম থেকেই ডাউনলোড করা যাবে। এতে করে স্মার্টফোন, ট্যাব বা কম্পিউটার ব্যবহারকারীরা সহজেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও আর্থিক সুরক্ষা উপভোগ করতে পারবেন। মেটলাইফের বীমা গ্রহীতা ছাড়াও যে কেউ ২৪ ঘণ্টা টেলি ডাক্তারসহ স্বাস্থ্যসেবা নিতে পারবেন। গতকাল মেটলাইফের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই ইন্টারনেট ব্যবহার করেন। ‘ওয়ান বাই মেটলাইফ’ ইতোমধ্যে ১৩ লাখের বেশি ডাউনলোড করা হয়েছে। শুরুতে এটি ‘থ্রিসিক্সটি হেলথ অ্যাপ’ নামে পরিচিত ছিল। অ্যাপটি এখন একাধিক প্ল্যাটফর্মে চলে আসায় বেশিসংখ্যক মানুষের কাছে স্বাস্থ্য সচেতনতা, রোগ প্রতিরোধ সংক্রান্ত তথ্য ও আর্থিক পরিকল্পনা পৌঁছানো সম্ভব হবে। এখান থেকে যে কেউ ২৪ ঘণ্টা ফ্রি টেলি-ডাক্তারের পরামর্শ, অনলাইনে ওষুধ কেনা, বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, বিভিন্ন ডিসকাউন্ট সুবিধা, বিএমআই ক্যালকুলেটর, কার্ডিও বা ডায়াবেটিস ঝুঁকি নিরূপণের মতো ফ্রি হেলথ অ্যাসেসমেন্ট সেবা পাবেন। বাংলাদেশে মেটলাইফ ১০ লাখের বেশি ব্যক্তি ও ৯০০-এর বেশি করপোরেট ক্লায়েন্টকে বীমা সেবা দিচ্ছে।
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে মেটলাইফ। মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য শুধু আর্থিক নিরাপত্তা চায় না, সুস্থতার জন্য করণীয় জানতে চায়। সেই ধারণা থেকে অ্যাপটি বড় পরিসরে সব প্ল্যাটফর্মে ছাড়া হয়েছে। সেসব মাথায় রেখে নতুন বিভিন্ন বিষয় যুক্ত করা হচ্ছে। আগামীতে কোন ধরনের ফিচার যুক্ত হবে সে পরিকল্পনাও নিয়ে রাখা হয়েছে। দেশের অর্থনীতি ও বীমা খাতকে সহযোগিতা করতে মেটলাইফ প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধানে বিনিয়োগ অব্যাহত রেখেছে।
মেটলাইফ এশিয়ার চিফ মার্কেটিং অফিসার সঞ্জীব কাপুর বলেন, বাংলাদেশ মেটলাইফের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। ডিজিটাল মাধ্যমগুলো যেভাবে স্বাস্থ্যসেবা ও আর্থিক সেবার সুযোগ সম্প্রসারিত করছে, তাতে ‘ওয়ান বাই মেটলাইফ’ এখন বাংলাদেশের আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সর্বোচ্চ মানের প্রযুক্তি ব্যবহার করে মানুষকে স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তায় পাশে আছে মেটলাইফ। 

আরও পড়ুন

×