ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

আইজিসি ও বিআইজিডির উদ্যোগ 

জ্বালানি এবং সামাজিক সুরক্ষা ড্যাশবোর্ড চালু

জ্বালানি এবং সামাজিক সুরক্ষা ড্যাশবোর্ড চালু

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ২৩:২৫ | আপডেট: ৩০ জুন ২০২৫ | ২৩:২৯

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ, ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি) এবং ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) যৌথ উদ্যোগে এক গোলটেবিল বৈঠকে জ্বালানি এবং সামাজিক সুরক্ষার বিষয়ে দুটি ড্যাশবোর্ডের উদ্বোধন করা হয়েছে। 

পলিসি এক্সজেঞ্জ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার রাজধানীর এমসিসিসিআই কনফারেন্স রূমে ‘বাংলাদেশে নীতিনির্ধারণে প্রভাব ফেলতে সরকারি তথ্যের ব্যবহার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সরকারি নীতিনির্ধারক, গবেষক ও উন্নয়ন কর্মীরা একত্রিত হয়ে সরকারি তথ্য ব্যবস্থায় উদ্ভাবন এবং তথ্যনির্ভর নীতিনির্ধারণে তার প্রভাব নিয়ে আলোচনা করেন।

বৈঠকে দুটি প্রোটোটাইপ ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। বাংলাদেশ এনার্জি ড্যাশবোর্ড এবং বাংলাদেশ সোশ্যাল প্রটেকশন ড্যাশবোর্ড নামে দুটি প্ল্যাটফর্ম বাস্তবসম্মত ও নীতিনির্ধারণ উপযোগী উপাত্তের সহজ প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে নীতি ও গবেষণা সংযোগের পরিবেশ আরও শক্তিশালী করা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণকে উৎসাহিত করা।

আইজিসি বাংলাদেশের নিজস্ব উদ্যোগে তৈরি বাংলাদেশ এনার্জি ড্যাশবোর্ড বিদ্যুৎ উৎপাদন, জ্বালানির খরচ, উৎপাদন সক্ষমতার সদ্ব্যবহার এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিতরণ সংক্রান্ত ইন্টারঅ্যাকটিভ ভিজুয়ালাইজেশন ও ডাউনলোডযোগ্য ডেটাসেট সরবরাহ করবে। এটি জ্বালানি খাতে কৌশলগত পরিকল্পনায় স্বচ্ছতা ও তথ্য প্রাপ্তি বাড়াতে সহায়তা করবে। 

আইজিসি এবং বিআইজিডির যৌথ উদ্যোগে তৈরি বাংলাদেশ সোশ্যাল প্রটেকশন ড্যাশবোর্ডে (স্থানীয় পর্যায়ের সামাজিক ও অর্থনৈতিক তথ্য এবং সামাজিক সুরক্ষা সংক্রান্ত উপাত্ত পাওয়া যাবে। এ প্ল্যাটফর্ম জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের স্থানীয় চাহিদার সাথে সামঞ্জস্য রেখে সেবা প্রদান এবং হস্তক্ষেপমূলক পদক্ষেপের পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে।

বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর একাধিক প্রেজেন্টেশন ও প্যানেল আলোচনার হয়। জ্বালানি ও সামাজিক সুরক্ষা খাতে হালনাগাদ ও সহজলভ্য তথ্যের গুরুত্ব নিয়ে বিশেষভাবে আলোচিত হয়।

আইজিসি গবেষণা কার্যক্রম প্রধান শাহিদ ভাজিরালি বলেন, তথ্য হচ্ছে নীতিনির্ধারণের জন্য দরকারি অবকাঠামো। এজন্য তথ্যকে একটি  ‘সফট ইনফ্রাস্ট্রাকচার’ হিসেবে ভাবা উচিত। তথ্য জ্ঞান পরিবহন করে এবং নীতিনির্ধারকদের মাঠপর্যায়ের বাস্তবতার সাথে যুক্ত করে। যদি একজন নীতিনির্ধারক না জানেন কোথায় শিক্ষার্থীরা ঝরে পড়ছে বা কোথায় বিদ্যুৎ সুবিধা পৌঁছায়নি, তাহলে তা এমন যেন কেউ নদীভাঙ্গন কোথায় হচ্ছে তা না জেনেই বাঁধ বানাতে চায়। 

অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য দেন আইজিসির সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক ড. রবিন বার্জেস। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিআরসির নির্বাহী চেয়রাম্যান ড. হোসেন জিল্লুর রহমান।  আলোচনায় উঠে আসে, তাৎক্ষণিক, বিশ্লেষণযোগ্য ও সহজলভ্য তথ্য সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি অংশীজনদের কার্যকর সমন্বয় এবং সরকারি সেবার গুণগত মান বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

×