অবৈধ বাল্কহেডে পণ্য পরিবহণ বন্ধের দাবি কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১ | ০৮:৫৪ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ | ১০:১৬
সিরিয়ালবিহীন জাহাজ চলাচল ও অবৈধ বাল্কহেডে পণ্য পরিবহণ বন্ধ করতে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর মঙ্গলবার সকালে স্মরকলিপি প্রদান করেছে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন। স্মারকলিপিতে ক্ষতিগ্রস্ত জাহাজ মালিকদের ৮ দফা দাবি তুলে ধরা হয়। এসব দাবি পূরণ না হলে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয়ার কথাও বলো হয়েছে।
এর আগে নৌ পরিবহণ অধিদপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন ক্ষতিগ্রস্ত জাহাজ মালিকরা। সেখানে কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূরুল হক বলেন, অবৈধভাবে পণ্যবাহী জাহাজ পরিচালনা ও অবৈধ বাল্কহেডের মাধ্যমে পণ্য পরিবহণের কারণে এখাতে চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এই নৈরাজ্যের কারণে প্রকৃত জাহাজ মালিকরা লোকসান দিতে দিতে দেউলিয়া হতে চলেছেন।
তিনি বলেন, এর আগে নৌ পরিবহণ অধিদপ্তর থেকে শৃঙ্খলা ফেরানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। তাই ১৫ ফেব্রুয়ারি থেকে পণ্যবাহী জাহাজ চালানো বন্ধের আল্টিমেটামসহ স্মারক লিপি প্রদানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসময় কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইকবাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও পণ্যবাহী জাহাজ শ্রমিকরাও তাদের এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তি