ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

'সংগীতের সব পক্ষের আস্থা নিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি'

'সংগীতের সব পক্ষের আস্থা নিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি'

নকীব খান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২২ | ১২:০০ | আপডেট: ১৮ জুন ২০২২ | ০০:৪২

নকীব খান। নন্দিত কণ্ঠশিল্পী, সুরকার ও মিউজিক কম্পোজার্স সোসাইটি বাংলাদেশের সভাপতি। গতকাল চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী 'সংগীতের জাতীয় উৎসব ও সম্মেলন'। এ আয়োজন ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে-

যে লক্ষ্য নিয়ে 'সংগীত ঐক্য বাংলাদেশ' কাজ করছে, তা 'সংগীতের জাতীয় উৎসব ও সম্মেলন'-এর মাধ্যমে কতটা সফল হবে বলে মনে করেন?

গীতিকবি, শিল্পী, সুরকার ও সংগীতায়োজকদের নিয়ে আমরা যে সংগীত ঐক্য বাংলাদেশ গঠন করেছি তার শুরু থেকেই লক্ষ্য, সংগীতের মানোন্নয়ন, সম্মান ও সম্মানীর জন্য একসঙ্গে লড়াই করে যাওয়া। সংগীতের সব পক্ষকে আস্থা নিয়ে কাজ করে যাওয়ার জন্য কার্যকরী পদক্ষেপ নিশ্চিত করারও চেষ্টা করে যাচ্ছি আমরা। একই সঙ্গে আমাদের স্বপ্ন, সংগীতের পাশাপাশি দেশের প্রয়োজনে জনগণের জন্যও কাজ করে যাওয়া। 'সংগীতের জাতীয় উৎসব ও সম্মেলন' আমাদের সেই লক্ষ্য-পথে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করি। আসল কথা হলো, যে কোনো উদ্যোগে সাফল্য পেতে হলে ধৈর্য নিয়ে কাজ করে যেতে হয়। নিষ্ঠা ও একাগ্রতা ধরে রাখতে হয়। আমরা আজ যেভাবে একতাবদ্ধ হয়ে কাজ করছি, তাতে আগামীতে প্রত্যাশামাফিক কাজ হবে বলেই মনে করি।

১৭ বছর পর রেনেসাঁর নতুন গান প্রকাশ করলেন। এখন থেকে নিয়মিত গান প্রকাশ করতে দেখা যাবে কী?

রেনেসাঁর সবাই যার যার পেশায় ভীষণ ব্যস্ত। তার পরও আমরা দীর্ঘ সময় নিয়ে একটি অ্যালবাম তৈরি করেছি। কিন্তু এখন তো অ্যালবাম প্রকাশ পায় না, তাই আলাদা করে একক গানই প্রকাশ করতে হয়েছে। কিন্তু এভাবে একের পর এক একক গান প্রকাশ নিয়মিত সম্ভব হবে কিনা, তা বলা কঠিন।

সম্প্রতি সিনেমায় সংগীত পরিচালক হিসেবে কাজ করলেন। এই মাধ্যমে এতদিন কেন কাজ করেননি?

সিনেমার গানের জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। আবার কাজে সব সময় পুরো স্বাধীনতাও থাকে না। এ কারণে কাজের প্রস্তাব পেলেও করা হয়নি। তাছাড়া যে কাজে আত্মতৃপ্তি পাব না, অর্থের মোহে সে কাজের ইচ্ছাও কখনও হয়নি। 'পাঞ্চ' সিনেমার পরিচালক আমার সব শর্ত মেনে নিয়ে কাজ করতে দিয়েছেন বলেই এতদিন পর সিনেমায় সংগীত পরিচালক হিসেবে কাজ করা।

সিনেমায় প্লেব্যাক নিয়ে কখনও ভেবেছেন?

কণ্ঠশিল্পীর চেয়ে সুরকার পরিচয় আমার কাছে বড়। এজন্য কখনও সিনেমায় সুর ছাড়া প্লেব্যাক নিয়ে ভাবিনি। সুরকার হিসেবেই কাজ করতে চাই।

আরও পড়ুন

×