ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নিউমার্কেটের এক ঘটনায় দুর্বিসহ হাওয়ার জীবন

নিউমার্কেটের এক ঘটনায় দুর্বিসহ হাওয়ার জীবন

'নিউমার্কেট' এর একটি দৃশ্যে তটিনি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২ | ০৬:০৩ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ | ০৬:০৩

নিউমার্কেট এলাকায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তেমনি একটি ঘটনায় হাওয়া নামে এক তরুণীর জীবনে নেমে আসে অশনি সংকেত। তুচ্ছ ঘটনার কারণে অতিমূল্যবান জিনিসটা হারিয়ে ফেলে সে। জীবন হয়ে উঠে দূর্বিসহ।

নিউমার্কেটে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এমন এক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘নিউমার্কেট’। এরর গল্প ও পরিচালনা করেছেন রুবেল আনুশ। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আব্রাহাম তামিম।

ছায়াছন্দ’র ব্যানারে নির্মিত নির্মাতার বলেন, ছোট্ট কোনো ঘটনা দিন শেষে ভয়ানক রূপ ধারণ করে আমাদের ওপর অশনি সংকেত হয়ে দাড়ায়। নিউ মার্কেকেটে ঘটে যাওয়া এমন একটি ঘটনাকে কেন্দ্র করে বানানো এই সেটিই তুলে ধরার চেষ্টা করেছি। 

গল্পে ‘হাওয়া’ চরিত্রে অভিনয় করেছেন সায়েরা তানজিম তটিনী। তার বিপরীতে আছেন সুদীপ বিশ্বাস দীপ। এছাড়া আরও অভিনয় ওমর মালিক, জাহিদ ইসলাম, মোহাম্মদ সালমান, জাহান, নাহিয়ান ও নিশু।


আরও পড়ুন

×