অস্ট্রেলিয়ায় বাংলাদেশের 'অপারেশন সুন্দরবন'

সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২ | ০১:২৫ | আপডেট: ০৪ অক্টোবর ২০২২ | ০১:৩০
সুন্দরবনকে জলদুস্যমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’। বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনিচিত্র এটি। নির্মাণ করেছেন দীপংকর দীপন।
দেশের গণ্ডি পেরিয়ে ছবিটি এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে । ৭ অক্টোবর সিডনিতে অনুষ্ঠিত হবে সিনেমার প্রিমিয়ার শো। ক্রেজি টিকেটস ও পথ প্রডাকশনের আয়োজনে সিডনির ব্যাঙস্টাউন হয়টস্ সিনেমায় বিকেল ৫টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে এই প্রিমিয়ার শো।
সুন্দরবনে দীর্ঘদিন ধরে চলে আসা দস্যুতা দমনে বাংলাদেশের সক্ষমতাকে উদযাপন করতে এই সিনেমাটি নির্মিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পেয়েছিল সিনেমাটি। মুক্তির পর দর্শক প্রশংসা পেয়েছে ‘অপারেশন সুন্দরবন’। ২য় সপ্তাহে ১০টি সিনেমা হল বেড়ে মোট ৪৫টি হলে চলছে সিনেমাটি।
সিডনিতে প্রিমিয়ার উপলক্ষে নির্মাতা দীপংকর দীপন বলেন, দেশের বাইরে যাত্রা শুরু করল ‘অপারেশন সুন্দরবন’। এটা খুবই আনন্দের। সিডনির দর্শকরা সব সময় ভালো সিনেমার সঙ্গে থাকে, ভালো সিনেমাকে সাপোর্ট করেন। আশাকরি ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি তারা খুব পছন্দ করবে।
ক্রেজি টিকেটসের কর্ণধার ওয়াহেদ সিদ্দিকী বলেন, ‘ঢাকা অ্যাটাক’ দেখার পরেই বুঝেছি দীপংকর দীপনের পক্ষে খারাপ সিনেমা বানানো সম্ভব না। তাই আমরা দীর্ঘদিন পর আবার ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি।
র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় মোট ৭৫০টি ভিএফএক্স শট আছে। প্রায় ১৩০০ জন শিল্পী নিয়ে ছবিটি নির্মিত হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে চিত্রনায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, তাসকীন রহমান, মনোজ, সামিনা বাশার, আরমান পারভেজ মুরাদ. শতাব্দী ওয়াদুদ ও রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।