ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

‘হোটেল রিল্যাক্স’র সাফল্যে অমি পেল ‘আন্ডারওয়ার্ল্ড’ ও ‘অসময়’

‘হোটেল রিল্যাক্স’র সাফল্যে অমি পেল ‘আন্ডারওয়ার্ল্ড’ ও ‘অসময়’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৩ | ০৮:৩৯ | আপডেট: ২৬ মে ২০২৩ | ০৯:৪২

তরুণ প্রজন্মের বহুল জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’এর সমাপ্তি টানার পর  ‘হোটেল রিলাক্স’ নামে প্রথম ওয়েব সিরিজ নির্মাণ করেন কাজল আরেফিন অমি। ঈদুল ফিতরে প্রকাশিত সিরিজটা দারুণ সাড়া ফেলে, সাফল্য পায়। সেই সাফল্যের ধারাবাহিকতায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ নতুন দুটি কন্টেন্ট নিয়ে অমির সঙ্গে চুক্তিবদ্ধ হল।

চুক্তি অনুযায়ী শিগগিরই বঙ্গর ব্যানারে অমি নির্মাণ করতে যাচ্ছেন অরিজিনাল সিরিজ ‘আন্ডারওয়ার্ল্ড’ এবং অরিজিনাল ফিল্ম ‘অসময়’। 

বৃহস্পতিবার বঙ্গর অফিসে প্রতিষ্ঠানটির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু  এবং পরিচালক কাজল আরেফিন অমির মাঝে দুটি কন্টেন্ট নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। সে সময় অমি বলেন, বড় কনটেন্ট নির্মাণের অভিজ্ঞতা আমি হোটেল রিল্যাক্স-এর মাধ্যমে পেয়েছি। কাজটা করতে গিয়ে নিজের কিছু সীমাবদ্ধতা ও ভুলত্রুটি পর্যালোচনা করার সুযোগ হয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন পরবর্তী কাজগুলো আরো ত্রুটিমুক্ত হয়। আমি একই সাথে খুব আনন্দিত এবং বিস্মিত যে বঙ্গ এবং মুশফিক ভাই আমাকে লাগাতার নতুন কাজ করার সুযোগ দিচ্ছেন। আমরা আপাতত “অসময়” সিনেমা নিয়ে কাজ করব। কোরবানি ইদের পর এর শুটিং শুরু হবে। অসময়-এর শুটিং শেষ হওয়ার পর দ্বিতীয় অরিজিনাল সিরিজ আন্ডারওয়ার্ল্ড নির্মাণ করব।

নতুন কনটেন্ট নির্মাণের চুক্তি সম্পাদনের পর  মুশফিকুর রহমান মঞ্জু জানান, আমাদের দর্শকরা ওটিটি কিংবা পে-পার-ভিউ মডেলের সাথে এখনো সেভাবে অভ্যস্ত নন। বলা যায়, পে করে কনটেন্ট দেখার ব্যাপারে আমরা একদম প্রাথমিক পর্যায়ে আছি। এজন্য আমাদের প্রয়োজন এমন কনটেন্ট বানাতে হবে যা দর্শককে আকৃষ্ট করতে পারবে এবং দর্শকের মনোযোগ ধরে রাখতে পারবে। নিঃসন্দেহে বলা যায়, এ ধরনের কনটেন্ট নির্মাণের ক্ষেত্রে কাজল আরেফিন অমি একজন পরীক্ষিত এবং প্রমাণিত পরিচালক। তাই আমাদের মনে হয়েছে, কাজল আরেফিন অমির সাথে যদি আমরা কাজ করে যাই তাহলে বঙ্গ সফল হবে।  আমাদের বিশ্বাস, এই আয়োজন বাংলাদেশের অন্যান্য পরিচালকদেরও ভাল কনটেন্ট তৈরিতে উৎসাহিত করবে। 

উল্লেখ্য, ইদুল ফিতরে বঙ্গ অ্যাপে  ‘হোটেল রিল্যাক্স’ মুক্তি পাওয়ার পর অ্যাপসটি  সর্বোচ্চ সংখ্যক সাবস্ক্রিপশন বিক্রির রেকর্ড করে। ১০ দিনে ২ লাখেরও বেশি দর্শক ৩ কোটি মিনিটেরও বেশি সময় নিয়ে সিরিজটি দেখে। 

আরও পড়ুন

×