যুক্তরাষ্ট্রে নায়িকা, আটকে আছে কবরীর শেষ সিনেমা

কবরী [১৯৫০–২০২১]
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৯ জুলাই ২০২৩ | ০৬:২৯
বরেণ্য অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা, সাবেক সংসদ সদস্য কবরীর মৃত্যুর পর তাঁর অসমাপ্ত সিনেমা ‘এই তুমি সেই তুমি’ শেষ করার কাজ এগিয়ে নিচ্ছেন ছেলে শাকের চিশতী। আপাতত এর দৃশ্যধারণ বন্ধ রয়েছে। সিনেমার নায়িকা নিশাত নাওয়ার সালওয়া বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ফিরে এলেই এর দৃশ্যধারণ করার কথা ভাবছেন নির্মাতা। তবে সালওয়া কবে নাগাদ দেশে ফিরবেন, তা জানাতে পারেননি তিনি।
জন্মদিনের প্রাক্কালে তাঁর পরিচালিত অসমাপ্ত সিনেমার কাজের বিষয়ে সুখবর দিয়ে শাকের চিশতী বলেন, ‘এই তুমি সেই তুমি’ চলচ্চিত্রের কাজ শেষ করার চেষ্টা করছি। এখন পুরোদমে প্রস্তুতি চলছে। সিনেমার নায়িকা সালওয়া দেশে এলেই অসমাপ্ত কাজ শেষ করব। যুক্তরাষ্ট্র থেকে হোয়াটসঅ্যাপে সালওয়া বলেন, ‘ব্যক্তিগত কাজে বছরখানেক ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছি। যাওয়ার আগে ‘এই তুমি সেই তুমি’ সিনেমার সব কাজ শেষ করে যেতে চেয়েছিলাম। নানা কারণে পারিনি। সিনেমার কাজ একেবারে শেষের দিকে। ডাবিংও হয়েছে। আরও চার দিন শুটিং বাকি। শিগগিরই দেশে ফিরে তা শেষ করতে চাই।’
এ সিনেমায় কবরীর বিপরীতে অভিনয় করেছেন মোহাম্মদ বারী, আরও আছেন রিয়াদ রায়হান। প্রসঙ্গত, যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করে আসা শাকের নির্মাতা হিসেবেই ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন। তাঁর প্রথম চলচ্চিত্রে কবরীর অভিনয় করার কথা ছিল।
- বিষয় :
- কবরী
- অভিনেত্রী
- সালওয়া
- এই তুমি সেই তুমি