ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পুতুলের উপস্থাপনায় নতুন অনুষ্ঠান

পুতুলের উপস্থাপনায় নতুন অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩ | ১২:২৩ | আপডেট: ০২ আগস্ট ২০২৩ | ১২:২৩

নতুন নতুন গান প্রকাশের পাশাপাশি ও উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় কাটে সাজিয়া সুলতানা পুতুলের। নন্দিত এ কন্ঠশিল্পী নতুন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছেন। ৩ আগস্ট  থেকে থেকে ‘মিউজিক ফেষ্ট’ নামে সংগীতবিষয়ক অনুষ্ঠানটি প্রচার হবে দীপ্ত টিভিতে।

প্রথম পর্বের এ আয়োজনে হাজির হবে সংগীত শিল্পী ক্লোজ আপ ওয়ান তারকা সাব্বির। এতে তিনি শোনাবেন তার গাওয়া জনপ্রিয় কিছু গান।  

প্রতি বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘মিউজিক ফেষ্ট’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। 

পুতুল বলেন, ‘কিছুটা বিরতির পর টিভি অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছি ভেবে ভালো লাগছে। এর আউডিয়া অসাধারণ। প্রতি পর্বে ৬ জন করে মিউজিশিয়ান অংশ নেবেন। এতে গানের পাশাপাশি জ্যামিং ও টপচার্ট থাকবে। গানের বিভিন্ন বিষয় উঠে আসবে। আশা করছি, অনুষ্ঠানটি শ্রোতা দর্শকের ভালো লাগবে’।   

নতুন অনুষ্ঠান উপস্থাপনা ছাড়া ‘পুতুল গান’ প্রকল্পের অংশ হিসেবে একের পর এক নতুন গান প্রকাশ করছেন পুতুল। সম্প্রতি নিজের কথা, সুর ও সংগীতায়োজনে ‘স্বপ্নে বাঁচো’ শিরোনামে একটি গান রেকর্ড করেছেন তিনি।

নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, ’এখন স্টেজ শো কম। তাই স্টুডিও-বেজড কিছু কাজ করছি। ‘স্বপ্নে বাঁচো’ গানটি করেছি। কথা ও সুর মিলে এটি শ্রোতার পছন্দ হবে বলে আশা করছি।’

শিগগিরই এটি ‘পুতুল গান’ ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশ হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ‘পুতুল ঘরের আত্মকথন’ শিরোনামে সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘ডাঙুলি মিউজিক’-এর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে।

আরও পড়ুন

×