হৃদি হকের তিন মিনিট, নুরের কণ্ঠে সময়টা নিষ্ঠুরতার

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৩ | ১৩:৫৩ | আপডেট: ১১ আগস্ট ২০২৩ | ১৩:৫৩
হৃদি হক যতটা অভিনেত্রী তার চেয়ে বেশি এখন ক্যামেরার পেছনের মানুষ। নির্মাতা হিসেবে প্রথম সিনেমাতেও মুন্সিয়ানার ছাপ রাখছেন। আগামী ১৮ আগস্ট এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার নির্মিত ‘১৯৭১ সেইসব দিন’। প্রচারণার অংশ হিসেবে উন্মুক্ত করা হয়েছে ছবিটির প্রায় তিন মিনিটের ট্রেলার।
প্রকাশিত এই ট্রেলারে যেমন স্বাধীনতা যুদ্ধের বিভীষিকাময় চিত্র উঠে এসেছে, তেমনি উঠে এসেছে তরুণদের ভালোবাসার উপাখ্যানও। পুরো ট্রেলারটি আসাদুজ্জামান নূরের কণ্ঠে কিছু কথায় বর্ণনা করা হয়েছে।
ভরাট কণ্ঠে বরেণ্য এই অভিনেতা বলেছেন, ‘সময়টা আশ্চর্য আবেগের, সময়টা সবুজ ঘাসের ওপর লাল রক্তজবার, সময়টা মিছিলের, স্লোগানের, দেয়ালে দেয়ালে বিদ্রোহের; সময়টা আদরের, খুনসুটির, সবুজের ওপর একটু করে হলুদের; সময়টা ভালোবাসার, ভীষণ করে ভালোবাসার, সময়টা ছেড়ে না যাবার আকাঙ্ক্ষায় ছেড়ে যাবার; সময়টা নিষ্ঠুরতার, কী ভীষণ নিষ্ঠুরতার, সময়টা নিদারুণ নির্দয়, সময়টা পুড়িয়ে দেবার, গুঁড়িয়ে দেবার; সময়টা কেঁদে বুক ভাসাবার, সময়টা দহনের, নিজেকে জানবার; সময়টা যুদ্ধের, হার না মানার, সময়টা উঠে দাঁড়াবার; সময়টা বাংলার, বাঙালির, সময়টা ১৯৭১ সেই সব দিন।’
নূরের কণ্ঠে কথাগুলোর মাঝেই দক্ষ চিত্রায়নে ফুটিয়ে তোলা হয়েছে যুদ্ধকালীন বাঙালি জীবনের নানান গল্প। সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত। এই জাতীয় ছবির বেলায় এমন দায়িত্বশীল নির্মাণ খুব কমই চোখে পড়ে। হৃদি দায়িত্ব এড়িয়ে যে যাননি তা এখন অব্দি প্রমাণিত। তাই কেউ প্রশংসা করছেন অনেকেই। কেউ বলছেন, ‘এটা ১৯৭১ সালের সত্যিকারের ইতিহাসনির্ভর ছবি হতে যাচ্ছে। প্রত্যেকটি অভিনয়শিল্পী বাস্তবসম্মত। দারুণ কাজ’; কারও অভিমত, ‘এটা সত্যিই দারুণ! অভিভূত! অনেক বছর পর মুক্তিযুদ্ধভিত্তিক কোনও সিনেমার ট্রেলার এতো ভালো লাগলো। ’
হৃদি হক বলেছেন, ‘মুক্তিযুদ্ধের বিস্তৃত পরিসরে এটি বানিয়েছি। চেষ্টা, যত্নে ত্রুটি রাখিনি। এখন দর্শকের সামনে নিয়ে আসার অপেক্ষা।’
‘১৯৭১ সেই সব দিন’র মূল ভাবনা নন্দিত অভিনেতা ও নাট্যকার ড. ইনামুল হকের। তিনি প্রয়াত হোন ২০২১ সালে। বাবার এই স্বপ্ন হেলায় ছেড়ে দেননি হৃদি। যোগ্য উত্তরসূরী হয়েই পর্দায় আনছেন ।
- বিষয় :
- হৃদি হক
- ১৯৭১ সেইসব দিন
- সজল