শুরুতে ছিল শখ, এখন গভীর ভালোবাসা জন্মেছে: পড়শী

পড়শী
রাসেল আজাদ বিদ্যুৎ
প্রকাশ: ২১ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৩ আগস্ট ২০২৩ | ১৩:০১
পড়শী। তারকা কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। নতুন গানের আয়োজনের পাশাপাশি অভিনয় নিয়ে কাটছে তাঁর ব্যস্ত সময়। ধারাবাহিকভাবে গান প্রকাশের পরিকল্পনা ও অন্যান্য বিষয়ে কথা বলেছেন তিনি।
নতুন গান প্রকাশের ঘোষণা দিলেন। কিন্তু ‘ওরে মন’ গানের গীতিকার, সুরকারসহ বাকি সব বিষয় গোপন রাখার কারণ?
একটা চমক রাখতে চাচ্ছি। এ জন্য এখনই কিছু জানাতে চাইছি না। আগামী মাসের প্রথম সপ্তাহে ‘ওরে মন’ গানটি রিলিজ করার ইচ্ছা আছে। গান প্রকাশের পরই সবাই বুঝতে পারবেন কেন এই গোপনীয়তা।
বলেছিলেন, এখন থেকে প্রতি মাসে ধারাবাহিকভাবে গান প্রকাশ করবেন। কথা রাখতে পারবেন?
ভক্ত-শ্রোতাদের যখন কথা দিয়েছি, তখন কথা রাখার শতভাগ চেষ্টা করে যাব। আমি তো আসলে গানেরই মানুষ। গানের জন্যই এত মানুষ আমাকে চেনে, ভালোবাসে, নতুন আয়োজনের প্রতীক্ষায় থাকে। সেসব মানুষের জন্যই তো শিল্পীজীবন বেছে নেওয়া। সে জন্য তাদের প্রত্যাশা পূরণে ধারাবাহিকভাবে গান করে যাওয়াও এক ধরনের দায়বদ্ধতা বলেই মনে করি।
কণ্ঠশিল্পীর পাশাপাশি এখন অভিনেত্রী হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছেন। এখনও কি তাহলে অভিনয় শখের বিষয় হয়ে থাকবে?
শুরুতে ছিল শখ, এখন অভিনয়ের প্রতি গভীর ভালোবাসাও জন্মে গেছে। এদিকে দর্শকও প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন, কবে কোন নাটক, টেলিছবিতে কাজ করছি। জানতে চাইছেন, আবার কবে কোন চরিত্রে পর্দায় দেখা যাবে। তাই গানের পাশাপাশি এখন আলাদা করে অভিনয় নিয়েও ভাবতে হচ্ছে।
আবারও মডেল ও উপস্থাপক কিংবা রেডিও কথাবন্ধু পড়শীর দেখা মিলবে কি?
গানের ভিডিওতে তো মডেল হিসেবে কাজ করছি। তবে বিজ্ঞাপনে কবে দেখা যাবে বলা কঠিন। এটুকু বলতে পারি, ভালো কাজের সুযোগ পেলে যে কোনো সময় ক্যামেরার সামনে দাঁড়াতে পারি। উপস্থাপনা নিয়েও ভাবনাটা একই রকম। রেডিওর ‘পড়শী নাইটস: অন্যরকম ফিলিংস’ অনুষ্ঠানের পর থেকেই কথাবন্ধু হিসেবে কাজ করার ইচ্ছাটা বেড়ে গেছে। এখন সময়ই নির্ধারণ করে দেবে, কখন কোন পরিচয়ে নিজেকে তুলে ধরতে হবে।
- বিষয় :
- পড়শী
- কণ্ঠশিল্পী
- বিনোদন