ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নির্মাতাকে নৃশংসভাবে হত্যা, বিষণ্ণতায় জয়া আহসান

নির্মাতাকে নৃশংসভাবে হত্যা, বিষণ্ণতায় জয়া আহসান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ | ১০:১৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ | ১০:২১

ইরানের নিউ ওয়েব ফিল্ম মুভমেন্টের অন্যতম পথিকৃৎ বলা হত দারিউশ মেহেরজুইকে। সেই কিংবদন্তি নির্মাতাকে সম্প্রতি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শুধু তিনিই নন, তার স্ত্রী ওয়াহিদেহ মোহাম্মদিফারও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যে ঘটনায় শুধু ইরান নয়, বিশ্ব চলচ্চিত্র অঙ্গনও কেঁপে উঠেছে। প্রখ্যাত এই নির্মাতার মৃত্যুর বিষণ্ণতা স্পর্শ করে অভিনেত্রী জয়া আহসানকেও। 

দারিউশের একটি ছবি পোস্ট করে তাই নিজের বিষণ্ণতার চিত্র প্রকাশ করেছেন তিনি।   বললেন, ‘পৃথিবীজুড়ে নানা খারাপ খবর। মনটা খুবই খারাপ হয়ে থাকে। কিন্তু এর মধ্যেও একটা খবর শুনে একদম শিউরে উঠলাম। কে বা কারা ইরানের বিখ্যাত পরিচালক দারিউশ মেহরজুইকে ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। তাকে একা নয়, একইভাবে হত্যা করেছে তার স্ত্রীকেও। এত অপূর্ব সব সিনেমা বানিয়ে ইরানকে যিনি পৃথিবীর সামনে গর্বের সঙ্গে তুলে ধরলেন, কে তাকে এভাবে হত্যা করতে পারল? এমন একজন মানুষেরও কি এমন নিষ্ঠুর শত্রু থাকতে পারে? মৃত্যুর সময়েও নিশ্চয় দারিউশ মেহরজুই অবাক হয়ে সে কথাই ভাবছিলেন!যেই তাকে হত্যা করুক, আমাদের বুকের গভীরে তার মৃত্যু নেই।’

এর আগে দারিউশের মৃত্যুর খবর শুনেই শোকপ্রকাশ করেছেন ঢাকার নামি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, ‘কী ভয়ংকর খবর! ইরানের নিউ ওয়েব ফিল্ম মুভমেন্টের অন্যতম পথিকৃৎ, দারিউশ মেহেরজুইকে ছুরিকাঘাতে নিহত অবস্থায় পাওয়া গেছে তার বাড়িতে। তার স্ত্রী ওয়াহিদেহ-কেও খুন করা হয়েছে। ভয়ানক!’

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর  দারিউশের মেয়ে মোনা মেহেরজুই রাতে যখন বাবা-মাকে দেখতে তেহরানের বাসায় যান, তখনই তাদেরকে মৃত অবস্থায় দেখতে পান। দুজনের গলায় ছুরির আঘাত ছিল। এ ঘটনায় চার জনকে শনাক্ত করা হয়েছে এবং দু’জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা আইএসএনএ।

আরও পড়ুন

×