ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আনুশকাকে বিরাটের প্রতিশ্রুতি

আনুশকাকে বিরাটের প্রতিশ্রুতি

বিরাট কোহলি ও আনুশকা শর্মা

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩ | ১৬:৫৮ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ | ১৭:২০

প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে অনেকেই যখন ব্যর্থ, তখন অনন্য নজির সৃষ্টি করে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছেন তিনি। সে কথা স্বীকার করেছেন অভিনেত্রী নিজেই।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘অন্তঃসত্ত্বা হওয়ার পর বিরাট আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, মা হওয়ার আগপর্যন্ত প্রতিটি পদক্ষেপে সে আমার পাশে থাকবে। আমাদের প্রথম সন্তান ভামিকা পৃথিবীর আলোয় আসার আগে একমুহূর্তের জন্য সে তার প্রতিশ্রুতি থেকে সরে যায়নি। কথা দিয়েছিল, ডাক্তারি চেকআপে নিয়ে যাওয়া হোক কিংবা মাঝরাতেও যদি কোনো কিছু প্রয়োজন হয়, কোনো কিছু করার ইচ্ছা জাগে–তা সে পূরণ করবে। কোনোভাবেই আমাকে সে একা রাখবে না। সে কথা রেখেছে। এমনকি দ্বিতীয়বারের মতো যখন মা হতে চলেছি, তখনও প্রতিটি মুহূর্তে আমার খোঁজ রাখা, চিকিৎসকের কাছে নেওয়া, ডায়েট থেকে শুরু করে প্রতিটি বিষয়ে নজর রেখেছে।’

আনুশকা বলেন, যখন সে ক্রিকেট নিয়ে ব্যস্ত, তখনও সুযোগ বুঝে আমার সঙ্গে যোগাযোগ রক্ষার চেষ্টা করে গেছে। শুধু স্বামী নয়; বাবা হিসেবেও যে আদর্শ– তা প্রতিদিন প্রমাণও দিয়ে চলেছে প্রতিটি মুহূর্তে।’

আনুশকার এই কথা থেকে স্পষ্ট, কেন এই তারকা দম্পতি এতটা জনপ্রিয়। সংসারজীবনের বাইরেও তাঁরা নানাভাবে আলোচিত ও প্রশংসিত। ক্রিকেট মাঠে বিরাট যেমন একের পর এক রেকর্ড গড়ে চলেছেন, তেমনি অনিন্দ্য অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করেছেন আনুশকা।

প্রসঙ্গত, ২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে বিরাট ও আনুশকার পরিচয়। এর পর পরিচয় থেকে প্রেম এবং পরিণতিতে ২০১৭ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। ২০২১ সালে সুখী এই তারকা দম্পতির ঘর আলো করে পৃথিবীতে আসে তাদের প্রথম সন্তান ভামিকা। শিগগির তাদের ঘরে আসতে যাচ্ছে আরেক নতুন অতিথি। এখন তার অপেক্ষায় প্রহর গুনছেন বিরাট ও আনুশকা। 

আরও পড়ুন

×