বিচ্ছেদ চেয়ে আদালতে ধানুশের স্ত্রী ঐশ্বর্য

ধানুশ-ঐশ্বরিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪ | ১৭:৪৯
২০২২ সাল থেকে ধানুশ ও ঐশ্বর্যের সম্পর্কের অবনতির খবর শোনা যাচ্ছিল। দুই সন্তানকে নিয়ে বহুদিন থেকেই আলাদা থাকতে শুরু করেছিলেন ঐশ্বর্য। এবার আনুষ্ঠানিক বিচ্ছেদের পথ বেছে নিলেন তারা। বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হলেন রজনীকান্ত কন্যা ও ধানুশ। সম্প্রতি চেন্নাই পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন তারা।
দম্পতির ঘনিষ্ঠ এক সূত্র ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে-কে জানিয়েছে, পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদ হবে বলেই জানা গিয়েছে।
ধানুশ ও ঐশ্বর্য ২০২২ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। সেই সময়ে, তাদের ঘোষণায় ভক্তদের মনে বড় ধাক্কা দিয়েছিল। এর প্রায় দুই বছর পর পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করলেন তারা। শিগগির তাদের মামলার শুনানি হবে।
ধানুশ এবং ঐশ্বর্য ২০০৪ সালে ঘর বাঁধেন। বর্তমানে দুই ছেলের বাবা-মা তারা।
২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ধানুশ-ঐশ্বরিয়া। তাদের ইয়াত্রা ও লিঙ্গা নামে দুজন পুত্রসন্তান রয়েছে। উল্লেখ্য, পরিচালক হিসেবে ‘লাল সালাম’ সিনেমা দিয়ে কাজে ফিরছেন ঐশ্বরিয়া। আর ধানুশকে সর্বশেষ দেখা গেছে প্রাইম ভিডিওর ‘ক্যাপ্টেন মিলার’ সিনেমায়।
- বিষয় :
- ধানুশ