ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নজরুল প্রয়াণ দিবসে টিভি আয়োজন

নজরুল প্রয়াণ দিবসে টিভি আয়োজন

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪ | ১২:৩১ | আপডেট: ২৭ আগস্ট ২০২৪ | ১৫:৫০

আজ ১২ ভাদ্র। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেল আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। বাছাইকৃত অনুষ্ঠান নিয়ে খবর তুলে ধরা হলো...

‘দেশ বিদেশে নজরুল’

একক সংগীতানুষ্ঠানে আজ বিদ্রোহী কবির কালজয়ী কিছু গান শোনাবেন নন্দিত কণ্ঠশিল্পী ফেরদৌস আরা। সন্ধ্যা ৬টায় চ্যানেল আইয়ে প্রচার হবে অনুষ্ঠানটি। ‘দেশ বিদেশে নজরুল’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শহিদুল আলম সাচ্চু। 

‘কালো হরিণ চোখ’

নাটকের নাম ‘কালো হরিণ চোখ’। নজরুলের ‘বাদল বরিষণে’ গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন বিষ্ণু ঈয়াস। পরিচালনা করেছেন সীমান্ত সজল। অভিনয় করেছেন রওনক, মৌসুমী হামিদ, জয়রাজ প্রমুখ। দীর্ঘদিন পর শহর থেকে গ্রামে আসেন জমিদার বাড়ির ছোট ছেলে রুদ্র। শৈশবের স্মৃতিমাখা গ্রামটি ঘুরে দেখতে গিয়ে দৃষ্টি পড়ে কাজরীর দিকে। কৃষ্ণসুন্দরী কাজরীর কালো হরিণ চোখ তাঁকে আকৃষ্ট করে। এগিয়ে যায় গল্প। এটি প্রচার হবে আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।  

‘গভীর নিশীথে’

‘গভীর নিশীথে’ নাটকের দৃশ্যে ইন্তেখাব দিনার ও আজমেরী হক বাঁধন। দুপুর ১টায় এনটিভিতে প্রচার হবে এটি। কাজী নজরুল ইসলামের গানে এর চিত্রনাট্য করেছেন পান্থ শাহরিয়ার। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামূল। অভিনয়ে আরও রয়েছেন কাজী উজ্জ্বল, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

‘রাক্ষুসী’

‘রাক্ষুসী’ সিনেমার দৃশ্যে রোজিনা ও ফেরদৌস। কাজী নজরল ইসলামের ছোট গল্প ‘রাক্ষুসী’ অবলম্বনে এটি নির্মাণ করেছেন মতিন রহমান। সিনেমায় আরও অভিনয় করেছেন দিলারা জামান, রহমত আলী, সাইদ আখতার আলী, খালেদ আনোয়ার, লুৎফর রহমান জর্জসহ অনেকে।  
 

আরও পড়ুন

×