ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দুশ্চিন্তায় অনন্যা পাণ্ডে, চাইলেন আইনি পদক্ষেপ!

দুশ্চিন্তায় অনন্যা পাণ্ডে, চাইলেন আইনি পদক্ষেপ!

অনন্যা পাণ্ডে

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪ | ১৩:২৩

অনন্যা পাণ্ডে যা কিছুই করেন, তা নিয়ে ট্রোলের শিকার হতেই হয়। অভিনয় থেকে শুরু করে পোশাক নির্বাচন, ব্যক্তিগত ভালো লাগা, মন্দ লাগা কোনো বিষয়েই রেহাই পান না নেটিজেনদের কাছ থেকে। এই বলিউড তারকার সবকিছু নিয়ে নেতিবাচক কথা বলতেই হবে– এটাই যেন পণ করে নিয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা।

যদিও এতদিন এসব বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামাতে দেখা যায়নি অনন্যাকে। কিন্তু হঠাৎ করে দুশ্চিন্তায় পড়ে গেছেন, একের পর এক অভিনেত্রীর ডিপফেক ছবি ও ভিডিও প্রকাশ পাওয়া দেখে।

রাশামিকা মান্দানা থেকে শুরু করে কাজল, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়াসহ আরও কয়েকজন অভিনেত্রীর ডিপফেক ভিডিও যেখানে ছড়িয়ে পড়েছে, তা দেখে আঁতকে উঠেছেন অনন্যা। এবার তাঁকে নিয়ে কোনো ডিপফেক ভিডিও তৈরি হয় কিনা– তা নিয়েই আছেন দুশ্চিন্তায়।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নায়িকাদের ডিপফেক ভিডিও নিয়ে তোলপাড় চলছে বলিউডে। প্রতিটি নায়ক-নায়িকা এই ধরনের ঘটনার তীব্র বিরোধিতা করেছেন। তবুও আটকানো যাচ্ছে না সাইবার অপরাধ। আর এবার এ নিয়ে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেছেন অনন্যা পাণ্ডে।

তিনি বলেছেন, ‘এই ডিপফেক খুবই ভয়ের বিষয়। আমাদের ছবি এবং কণ্ঠস্বর সহজেই পাওয়া যায়। জানি না, কতটা সুরক্ষিত থাকতে পারব। মনে হয়, সুনির্দিষ্ট আইন ছাড়া এটা বন্ধ করা সম্ভব নয়। তাই সরকারের কাছে অনুরোধ অতি দ্রুত যেন এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়।’

অনন্যা আরও জানিয়েছেন, ডিপফেক বিষয়টা কতটা ভয়াবহ, তার কিছুটা হলেও স্পষ্ট হবে তাঁর মুক্তি প্রতীক্ষিত ‘কন্ট্রোল’ দেখার পর। কারণ, এই সিনেমাটি নির্মিত হয়েছে এআই-এর কুপ্রভাব নিয়ে। 

এদিকে কয়েক দিন আগেই আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে অনন্যার ‘কল মি বে’ সিরিজ। যেখানে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন। এবার নেটফ্লিক্সে আসছে তাঁর নতুন সিনেমা ‘কন্ট্রোল’।

আরও পড়ুন

×