কবে বিয়ে করবি, কবে বাচ্চা হবে, দেবকে তার মায়ের প্রশ্ন

ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫ | ১৪:৫৬
বয়স ৪২। এখনো অবিবাহিত। যদিও চিত্রনায়িকা রুক্মিণী মৈত্রর সঙ্গে তার প্রেমের সম্পর্কের খবর কারো অজানা নয়। বলছি টালিউড সুপারস্টার দেবের কথা।
দেবের ভক্ত-অনুরাগীরাও চান তাদের প্রিয় অভিনেতা বিয়ে করুক। তাতে খুব একটা পাত্তা দেননি। কিন্তু বাড়িতে তার মা-বাবাও কী বিয়ের কথা বলেন? এক সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাব দিয়েছেন দেব।
শুধু এ প্রশ্নের উত্তরই দেননি, বরং মজার তথ্যও প্রকাশ করেছেন দেব। এ অভিনেতা বলেন, “মা প্রতিদিন বাড়িতে বলেন— বিয়ে করো, বিয়ে করো, কবে বাচ্চা হবে? বাচ্চা কবে বড় হবে। তুই বুড়ো হয়ে যাবি, তোর বাচ্চার বয়স যখন ১০ হবে, তোর তখন ৭০ হবে। এসব প্রতিদিন আমাকে শুনতে হয়।”
দেবের তার হাত ধরে রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দেবের সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়িয়েছে। চুটিয়ে প্রেম করছেন তারা। সুযোগ পেলেই এ জুটি উড়ে যান বিদেশে।
২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রুক্মিণী। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’, ‘ব্যোমকেশ ও দূর্গরহস্য’ প্রভৃতি সিনেমায় জুটিবদ্ধ হন তারা।