ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

দীর্ঘ বিরতির পর ব্ল্যাকপিংকের অন্যরকম প্রত্যাবর্তন

দীর্ঘ বিরতির পর ব্ল্যাকপিংকের অন্যরকম প্রত্যাবর্তন

গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্ক এর সদস্যরা

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ১৪:০৯ | আপডেট: ০১ জুলাই ২০২৫ | ১৪:১০

দীর্ঘ বিরতির পর ওয়ার্ল্ড ট্যুর নিয়ে ফিরছেন বিশ্ববিখ্যাত কোরিয়ান গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্ক। নতুন গান, নতুন ভাবনা, নতুন যাত্রা– সব মিলিয়ে এক অন্যরকম প্রত্যাবর্তন। দীর্ঘ দুই বছর আট মাস পর তারা ফিরছে নতুন সিঙ্গেল ও বহুল প্রতীক্ষিত ওয়ার্ল্ড ট্যুর নিয়ে, যার নাম– ‘ডেডলাইন’। এই ঘোষণা এক সঙ্গে উন্মাদনা ছড়িয়েছে বিশ্বব্যাপী ফ্যানদের মাঝে।

সম্প্রতি ওয়াইজি এন্টারটেইনমেন্ট প্রকাশ করেছে এই বিশ্বসফরের একটি সিনেম্যাটিক টিজার ভিডিও, যা দেখতে অনেকটা হাইওয়ে-পশ্চিমা ঘরানার কোনো হলিউড ট্রেলারের মতো।

ভিডিওতে দেখা যায়, একা মরুভূমির মধ্যে ফোনে কথা বলছেন রোজে। কিছুক্ষণ পর একে একে লিসা, জেনি ও জিসু এসে যোগ দেন তাঁর সঙ্গে। এরপর চারজন মিলে রওনা হন এক রোমাঞ্চকর রোড ট্রিপে, যেন সংগীতের খোঁজে চার ভিন্ন আত্মা এক হয়ে যাচ্ছে।

ভিডিওটির দৃশ্যধারণ হয়েছে ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টার মরুভূমি ও হলিউডের একটি স্টুডিওতে। এতে কাজ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিছু পরিচালক ও শিল্প নির্দেশক, যা টিজারটির গঠন ও আবহে স্পষ্ট। শুধু একটি ট্যুরের ঘোষণাই নয়, এটা যেন এক গল্প, এক যাত্রার শুরু। এই ‘ডেডলাইন’ ওয়ার্ল্ড ট্যুর শুরু হবে ৫ ও ৬ জুলাই সিউলের উপকণ্ঠে অবস্থিত গোয়াং স্পোর্টস কমপ্লেক্সে। সেখান থেকেই শুরু হবে তাদের বিশ্বসফর, যেখানে ব্ল্যাকপিঙ্ক পারফর্ম করবে বিশ্বের ১৬টি শহরে, প্রতিটি কনসার্টে ভিন্ন অভিজ্ঞতা নিয়ে। আর এই কনসার্টের মঞ্চেই প্রথমবারের মতো উন্মোচিত হবে ব্ল্যাকপিঙ্কের নতুন গান, যা হবে তাদের প্রায় তিন বছরের নীরবতা ভাঙার মুহূর্ত।

গানের শিরোনাম এখনও প্রকাশ না হলেও, সূত্র বলছে, গানটিতে থাকবে ব্ল্যাকপিঙ্কের চিরচেনা শক্তি, আধুনিকতা ও নতুন এক আবেগঘন সুরের মিশেল। ব্ল্যাকপিঙ্কের এই ফিরে আসা শুধু আরেকটি অ্যালবাম রিলিজ নয়– এটা যেন তাদের ফ্যানদের উদ্দেশে একটি বার্তা: “আমরা ফিরেছি, আরও নতুন গল্প নিয়ে, আগের চেয়েও বড় করে।”

বিশ্বসংগীত আবারও কাঁপাতে প্রস্তুত ব্ল্যাকপিঙ্ক। ডেডলাইন আসছে– তাদের ছন্দে আবার নড়বে বিশ্ব।

আরও পড়ুন

×