অনুদানের ছবিতে মোশাররফ-জুঁই দম্পতি

জুঁই ও মোশাররফ করিম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২০ | ০৩:০৬ | আপডেট: ২০ নভেম্বর ২০২০ | ০৩:৪৮
এই প্রথম অনুদানের চলচ্চিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম-রোবেনা রেজা জুঁই দম্পতি। ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘গাঙকুমারী’ চলচ্চিত্রে দেখা যাবে তাদের। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন শক্তিমান অভিনেতা তারিক আনাম খান।
সাধনা আহমেদের রচনায় ছবিটি পরিচালনা করছেন ফজলুল কবীর তুহিন। ডিওপি হিসেবে আছেন সাহিল নুর।
সুনামগঞ্জের হাসাউড়া এলাকায় ছবির দৃশ্যধারণ শুরু হয় ছবিটির। আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় লটের শুটিং হবে।
চলচ্চিত্রটি ভাটি অঞ্চলের জেলেজীবন নিয়ে নির্মিত হচ্ছে। এতে নেতিবাচক দুটি চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান ও মোশাররফ করিমকে। আর গুরুত্বপূর্ণ চরিত্রে রোবেনা রেজা জুঁই থাকবেন বলেই জানালেন পরিচালক ফজলুল কবীর তুহিন।
ছবিটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি বেশ কিছুদিন আগে। শুটিং শুরু হয়েছে সম্প্রতি। বাংলাদেশের ভাটি অঞ্চলের গল্প। যেখানে ভাটি অঞ্চলের নদী, পানি, গাছ, পাখি ও আকাশের সঙ্গে মানুষের নানা সম্পর্কের গল্প বলবে। ছবিটিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবো জানিনা। তবে আমরা ভালো কিছুর চেষ্টা করবো।
তবে ‘গাঙকুমারী’র কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে একজন নবাগতাকে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষার্থী তুরা। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। পাশাপাশি তুরাস, জিসানসহ আরও কয়েকজনকে দেখা যাবে।
পরিচালক জানান, ছবিতে থাকছে একটি গান। যে গানটি মকসুদ জামিল মিন্টুর সংগীত পরিচালনায় কণ্ঠ দিয়েছেন কণ্ঠ দিয়েছেন তনুশ্রী।
- বিষয় :
- বিনোদন
- গাঙকুমারী
- মোশাররফ করিম
- জুঁই
- অনুদানের ছবি