ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কান ডকসে অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের ‘মুন্নি’

কান ডকসে অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের ‘মুন্নি’

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২১ | ০৮:১৪ | আপডেট: ১৪ জুলাই ২০২১ | ০৮:৪৭

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মের তথ্যচিত্র বিভাগের ‘ডকস ইন প্রগ্রেস'-এ পুরস্কার জিতেছে বাংলাদেশের তথ্যচিত্র 'মুন্নি'৷

নির্বাচিত ৩২টি প্রামাণ্যচিত্র প্রকল্পের মধ্যে বাংলাদেশের তাহরিমা খান পরিচালিত 'মুন্নি' পেয়েছে 'থিঙ্ক-ফিল্ম ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড'। স্থানীয় সময় মঙ্গলবার পালে দে ফেস্টিভাল ভবনের রিভিয়েরা টু’তে এই ঘোষণা দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম জুম-এর মাধ্যমে যোগ দেন উৎসবে উপস্থিত হতে না পারা নির্মাতা ও প্রযোজকরা৷ নির্মাতা তাহরিমা খান বলেন, 'আমি খুব খুশি ও আনন্দিত। শিগগিরই প্রামাণ্যচিত্রটির পুরো কাজ শেষ করে ফেলবো। আশা করি, এই নির্মাণ সমাজে সত্যিকারের প্রভাব ফেলতে পারবে বলে আমার বিশ্বাস।'

এ বছর কানে ৩২টি ডকুমেন্টারি প্রজেক্ট জমা পড়ে কান ডকসে৷ সেখান থেকে ৬টি পুরস্কার জিতেছে৷ 'মুন্নি' নামের তথ্যচিত্রের গল্পটি টাঙ্গাইলে একদল কিশোরী ফুটবল খেলোযাড় ও তাদের প্রশিক্ষক কামরুন্নাহার মুন্নিকে নিয়ে৷

কান ডকসে এই প্রথম সাউথ এশিয়ান শোকেসে চারটি ছবি নিয়ে আসে ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ অফ বাংলাদেশ, আইএফআইবি৷ চারটি ছবির মধ্যে বাংলাদেশের 'মুন্নি' ছাড়াও রয়েছে আফগানিস্তানের বার্ডস স্ট্রিট, ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় ‘থার্টিন ডেসটিনেশন্স অফ আ ট্র্যাভেলার’ এবং নেপালের ‘দেবি’৷ 'মুন্নি' ছাড়াও পুরস্কার পেয়েছে 'দেবি'। 'দেবি' পেয়েছে ‘অনারারি মেনশন’ পুরস্কার।


আরও পড়ুন

×