ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

বিশ্বরঙে ৫০% পর্যন্ত মূল্য ছাড়

বিশ্বরঙে ৫০% পর্যন্ত মূল্য ছাড়

পোশাকের ব্র্যান্ড বিশ্বরঙে চলছে ৫০% পর্যন্ত মূল্য ছাড়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪ | ১৬:১২

শোরুম অথবা অনলাইনের কেনাকাটায় যে কোন পোশাকে ৫০% পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে পোশাকের ব্র্যান্ড বিশ্বরঙ। অফারটি ১ লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত চলবে। 
মন মাতানো সব বাহারি ডিজাইনের কালেকশন থাকছে বিশ্বরঙের এই অফারে। পোশাকের প্যাটার্নে থাকছে ভিন্নতা। শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, ফতুয়া, শার্ট, টি-শার্ট, ইত্যাদিতে স্বাভাবিক ভাবে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভিসকস, ভয়েল, স্ল্যাব শ্যামলে কাপড় ব্যবহার করা হয়েছে। আভিজাত্য তুলে ধরতে জয়সিল্ক, ডুপিয়ান, হাফ সিল্ক,জর্জেট, সিফনসহ ভিন্ন ভিন্ন কিছু বাহারি কাপড় থাকছে। উজ্জল রংয়ের পাশাপাশি প্রাকৃতির বিভিন্ন রঙের ব্যবহার করা হয়েছে নান্দনিক ভাবে। পাশাপাশি কাজের মাধ্যম হিসাবে এসেছে চুনরি, টাই-ডাই, ব্লক, বাটিক, কারচুপি, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।

আরও পড়ুন

×