ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫
বুধবার, ০২ জুলাই ২০২৫
সাত বছরের পথচলা পূর্ণ করল লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’। ২০১৮ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে ফ্যাশনপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। সাশ্রয়ী দামে গুণগত পোশাক বিক্রি করার লক্ষ্য নিয়ে ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করে স্নোটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘সারা’ লাইফস্টাইল। আজ দেশজুড়ে ক্রেতাদের কাছে একটি জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’।
ডিজাইনাররা মনে করেন, হালকা শীতের জন্য আদর্শ ফেব্রিক হলো কটন। এটি ত্বকে আরাম দেয়, এবং শরীরের তাপমাত্রা বজায় রাখে। কটনের সোয়েটার, হুডি বা টিশার্ট এ সময়ের জন্য খুব আরামদায়ক। পলিয়েস্টার ও সিন্থেটিক মিশ্রণ ফেব্রিক হালকা শীতে দ্রুত শুকানোর জন্য বেশ উপযোগী। এগুলোর রং সহজে নষ্ট হয় না এবং ভাঁজ পড়ে না, যা দৈনন্দিন ব্যবহারের জন্য সুবিধাজনক।
মন মাতানো সব বাহারি ডিজাইনের কালেকশন থাকছে বিশ্বরঙের এই অফারে। পোশাকের প্যাটার্নে থাকছে ভিন্নতা। শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, ফতুয়া, শার্ট, টি-শার্ট, ইত্যাদিতে স্বাভাবিক ভাবে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভিসকস, ভয়েল, স্ল্যাব শ্যামলে কাপড় ব্যবহার করা হয়েছে।
২৭টি দেশের নির্বাচিত ৫০জন মডেল সুযোগ পেয়েছেন ফেস অব এশিয়ায়। এটি এ প্রতিযোগিতার ১৫তম আসর। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জারিফ শাবাব ও আকলিমা আতিকা। তবে বাংলাদেশের জন্য সুখবর হচ্ছে ফেস অব এশিয়ার শীর্ষ১০ এ আছেন নবীন মডেল জারিফ শাবাব। ২৭টি দেশের মোট ৩৭ জন তরুণী আর ২৩ জন্য তরুণ মডেলদের মাঝে জারিফ শাবাবের শীর্ষ দশে অবস্থান নিঃসন্দেহে প্রশংসনীয়।
ফ্যাশন ও বিউটি ট্রেন্ডে নারীর ঠোঁট রাঙাতে সম্প্রতি আলোচনায় লিপগ্লস। তাই নারীর আস্থার প্রতীক নিওর ব্র্যান্ড বাজারে এনেছে দুটি আলাদা ভ্যারিয়েন্টের লিপগ্লস। নিওর কালার কসমেটিকস-এ যোগ হয়েছে ‘পাউট এন অ্যাবাউট’ এবং ‘প্লাম্প এন পাউট’ লিপগ্লস।
আজ মহাষষ্ঠী। পূজা শুরু হয়েছে। পূজার দিনগুলোতে নতুন জুতা পরে মন্ডপে মন্ডপে ঘুরাঘুরি হয়। আর নতুন জুতা পরে ঘুরে বেড়ালে অধিকাংশ মানুষের পায়ে ফোস্কা পড়ে।
আর কিছুদিন পরেই দূর্গাপূজা। সেজেগুজে মন্ডপে মন্ডপে ঘুরাঘুরি হবে, অনেক আড্ডা হবে। গরমে মেকআপ গলে সাজগোজ নষ্ট হওয়ার ভয় বেশি থাকে। মেকআপ করলে এমনভাবে করুন যেন তা গলে না যায়। মেকআপ গলে গেলে চেহারা খুব বিভৎস দেখাবে। এই পরিস্থিতি এড়িয়ে যেতে লং লাস্টিং মেকআপের কৌশল জানতে হবে।
অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী কাজলরেখা সিনেমায় অভিনয় করে বেশ আলোচিত হয়েছেন। তবে আগে থেকেই তিনি বিভিন্ন নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এ অভিনেত্রী সবসময় ফ্যাশন নিয়ে খুব সচেতন। নিজেকে স্টাইলিশ ও নজড়কাড়া লুকে দর্শকদের সামনে প্রকাশ করতে ভালোবাসেন তিনি।
ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা তেলুগু ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেন। বাংলাদেশেও এ অভিনেত্রীর ভক্তের অভাব নেই। সুন্দর হাসি, নজড়কাড়া স্টাইল ও দারুণ অভিনয় দিয়ে দর্শকদের হৃদয় কেড়েছেন তিনি। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামে কিছু নজড়কাড়া স্টাইলের ছবি শেয়ার করেছেন।
প্রিয় রঙের নেলপলিশ শেষ হয়ে যাবে বলে ব্যবহার না করে অনেকেই রেখে দেন। অব্যবহৃত থাকতে থাকতে কিছুদিন পর শুকিয়ে যায়। শুকিয়ে গেলে মনটা খারাপ হয়ে যায় বৈকি।
যাদের গায়ের রং বেশ উজ্জ্বল তারা চুলে গোল্ডেন ব্রাউন কালার করতে পারেন। এতে চেহারায় লাবণ্য ফিরে আসবে। যাদের চুলের রং স্বাভাবিকভাবেই বেশ কালো, তারা বৈচিত্র্য আনতে ক্যারামেল কালার বেছে নিতে পারেন। এটি অনেকটা ব্রাউন ও গোল্ডেন শেডের মিশ্রণ। তাই এ রং পুরো চুলে করলে কালো ও সোনালির হাইলাইট এফেক্ট নিয়ে আসে।