ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

মন্দিরা চক্রবর্তীর কয়েকটি ফ্যাশনেবল লুক

মন্দিরা চক্রবর্তীর কয়েকটি ফ্যাশনেবল লুক

মন্দিরা চক্রবর্তী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪ | ১৩:৩৮

অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী কাজলরেখা সিনেমায় অভিনয় করে বেশ আলোচিত হয়েছেন। তবে আগে থেকেই তিনি বিভিন্ন নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এ অভিনেত্রী সবসময় ফ্যাশন নিয়ে খুব সচেতন। নিজেকে স্টাইলিশ ও নজড়কাড়া লুকে দর্শকদের সামনে প্রকাশ করতে ভালোবাসেন তিনি। 

মন্দিরা চক্রবর্তীর কয়েকটি ফ্যাশনেবল ও স্টাইলিশ লুক দেখে নিন 

সিঁদুর রঙের লাল শাড়ি ও কনট্রাস্ট জরোয়া গহনায় বেশ মিষ্টি লাগছে মন্দিরা চক্রবর্তীকে। ন্যুড মেকআপের সঙ্গে কপালে পরেছেন ছোট্ট লাল টিপ। সামনে সিঁথি করে পেছন দিকে  চুলে বেঁধেছেন খোঁপা। 

গর্জিয়াস লেহেঙ্গার সঙ্গে গলায় পরেছেন ভারি চোকার। চুলের কার্ল মেসি বান ও মিনিমালিস্টিক মেকআপে অনন্য লাগছে তাকে।

আইভরি রঙের গর্জিয়াস পোশাকে খুব সাধারণভাবে সেজেছেন এ অভিনেত্রী। কাজল কালো চোখ ও হালকা ওজনের কানের দুলে থাকে স্নিগ্ধ লাগছে।

মেরুন রঙের স্লিভলেস গাউন ও ছিমছাম সাজে মুগ্ধতা ছড়াচ্ছেন মন্দিরা। 

সমুদ্রের পাথুরে প্রবালের ওপর বসে নীল সাদা শার্টে পোজ দিয়েছেন এ অভিনেত্রী। পায়ে পরেছেন রঙিন ফিতার সাদা স্নিকার এবং হাতে রেখেছেন সানগ্লাস। 

আরও পড়ুন

×