ফড়িং মিয়ার চিঠি
লিখো স্বাধীনতা আঁকো স্বাধীনতা

.
সমকাল ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৫ | ০১:২৩
ফড়িং সোনা, এই মাসটা যে আমাদের স্বাধীনতার মাস, তা তো জানোই। আমরা এই মাসে কেমন করে স্বাধীনতা পেলাম, তাও জানা আছে তোমাদের। তো স্বাধীনতার এই মাসটিকে নিয়ে তোমরা কী ভাবছো, কী আঁকছো এবং কী লিখছো– তা আমাদের কাছে জলদি করে পাঠিয়ে দাও। আমরা খুব যত্ন করে তোমাদের ভাবনা, তোমাদের আঁকা-লেখা ঘাসফড়িংয়ে ছেপে দেবো।
আমাদের কাছে লেখা পাঠানোর ঠিকানাটা তো জানোই। তবু আবার বলছি-
আমাদের ঠিকানা
ফড়িং মিয়া, ঘাসফড়িং, সমকাল,
৩৮৭ তেজগাঁও শি/এ, ঢাকা-১২০৮
- বিষয় :
- চিঠি