বইমেলায় ঘোরাঘুরি ও প্রিয় লেখকের সঙ্গে দেখা...

ফাইল ছবি
রুদ্রদীপ পাল
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫ | ০১:০৪
এ ক ছুটির দিনে অমর একুশে বইমেলা গিয়েছিলাম মুন্সীগঞ্জ থেকে। তার আগেও গিয়েছিলাম। সেটি ছিলো আমার প্রথম বইমেলা। সেই স্মৃতি এখনও মনে আছে। তখন আমি নার্সারিতে পড়ি। সেবার বইমেলায় ঘুরতে ঘুরতে এক বইয়ের দোকানে প্রথম দেখা হয় চিত্রশিল্পী রফিকুন নবী-এর সাথে। তাঁকে আমি দেখেছি টেলিভিশন ও পত্রিকার পাতায়। সেবারই প্রথম চোখের সামনে দেখলাম। যাই হোক। আমি তাঁর কাছে এগিয়ে গেলাম অটোগ্রাফ নেওয়ার জন্য। অটোগ্রাফ চাইতেই, হাসিমুখে তাঁর আঁকা কার্টুন ও অটোগ্রাফ দেন। তাঁর কাছ থেকে তাঁর ছবি আঁকার শুরু দিকের গল্পটা শুনে আমি ছবি আঁকার অনুপ্রেরণা পেয়েছি। এখনও ছবি আঁকার চেষ্টা করি। তারপর আবার বইমেলায় ঘুরে বেড়ালাম। হঠাৎ আরেকটি বইয়ের দোকানে দেখা হলো আরেক এক লেখকের সঙ্গে। ও, বলাই তো হয়নি। আমি মেলায় গিয়েছিলাম সেবার বাবা, মা ও মামার সাথে। তো মামা একটা বই কিনে দিলেন। বইয়ের নাম খরগোশটা গিটার বাজায়। লেখকের নাম লুৎফর রহমান রিটন। মনে আছে, সেই লেখকও আমাকে বইতে তাঁর অটোগ্রাফ দিয়েছিলেন। তিনি বলেছেন, আমি বই পড়ে যেন ভালো মানুষ ও সেরা মানুষ হই। এ তো গেলো আগের কথা। এবারের মেলায় পরিচিত অনেকের সঙ্গে দেখা হয় আমাদের। বড়দের সাথে ছোটরাও মেলায় গিয়ে তাদের প্রিয় লেখকদের বই আনন্দ করে কিনতে দেখেছি। বইমেলায় ঘুরতে আমার অনেক ভালো লেগেছে।
বয়স : ১+২+৪ বছর; প্রথম শ্রেণি, টংগিবাড়ী সানরাইজ কিন্ডারগার্টেন, মুন্সীগঞ্জ
- বিষয় :
- বইমেলা