কোনো এক মায়াবীর মোহনায়...

.
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫ | ০০:৩৫ | আপডেট: ০৮ জুলাই ২০২৫ | ০০:৩৯
ইশতেহার
নাঈমুল হাসান তানযীম
আমি সত্য বলি অকপটে
অধিকারের কথা বলে যাই দীপ্ত কণ্ঠে–
আমাকে প্রাণের ভয় দেখায় লোকে,
ইঙ্গিত দেয়—
গুম, খুন কিংবা জীবননাশের।
অথচ, তারা জানে না
আমাকে হত্যার পরেই
আবার সূচিত হবে নয়া ইনকিলাব
আমার শাহাদাতের পরে
আবার রাজপথ ধরে হেঁটে যাবে
বিপ্লবী কাফেলার বিজয়-স্লোগান।
কদম ফুলের ঘ্রাণ
শারমিন নাহার ঝর্ণা
বর্ষায় অসীম আকাশটা সিক্ত
মেঘবালিকার ভালোবাসায়,
ঝরঝর বৃষ্টিতে গভীর আহ্লাদে
ভিজেছে মৃত্তিকার শরীর।
ভেজা কাদা মাটির গন্ধ লেপ্টে আছে
সবুজ থকথকে দুর্বাঘাসে।
খোলা জানালা দিয়ে ধেয়ে আসে
অপেক্ষারত হৃদে কদম ফুলের ঘ্রাণ,
বর্ষার মোহনীয় রূপে সজীব হয় প্রাণ।
মন খারাপের আয়োজন
গোলাম সরোয়ার
মন ভালো নেই আজ বহুদিন,
হাসি-কান্নার মাঝে শূন্যতা জমে গেছে।
সবকিছু ঠিক আছে বললেও,
ভেতরের অশান্তিটা থামে না কিছুতেই।
রাতের পর রাত যায় ঘুম আসে না চোখে,
পুরোনো কিছু স্মৃতি চোখের পাতায়
হালকা জলের মতো জমে থাকে।
ভালো থাকার অভিনয়টাই এখন ক্লান্তিকর।
মন ভালো নেই তাই সমুদ্র দেখতে
শত মাইল পেরিয়ে যাওয়ার দরকার নেই।
প্রত্যেক মানুষের ভেতর সমুদ্র আছে।
দুঃখের সমুদ্র, এবং পানিটা হলো নোনা!
পুষ্পস্নান
রকিবুল ইসলাম
তোমার অম্বরে রবির দীপ্তি,
প্রবল খরায় বারির আবাহন!
আমি দাহ হই, মরি খরতাপে,
বহেনা ধরায় দখিনা-পবন।
তোমারে রাঙায় সাতরঙা আবির,
হর্ষ আমোদে জোড়ায় নয়ন।
আমার আকাশ ঢাকা মেঘে,
অবিরত চলে দুঃখের দহন।
যাতনারা এসে ভিড় করে,
করে যায় মোরে চুম্বন।
স্বর্গীয় সুখের নিবিড় আলিঙ্গনে,
আবিষ্ট তুমি কর পুষ্পস্নান।
নির্বাক নীরবতা
শোয়েব সিফাত শিমুল
জানো, নিস্তব্ধ রাতের একা পথে
চাঁদের আলোও মলিন মনে হয়।
জোনাকি ভেসে চলে নিঃশব্দে—
কোনো এক মায়াবীর মোহনায়।
সেখানে নিস্তব্ধতাও ভয় পায়,
উত্তর চায় অব্যক্ত অনুভবে।
ঘড়ির কাঁটায় জমে থাকা স্মৃতি
কুয়াশা হয়ে ভেসে যায় নিঃশ্বাসে।
ভাঙনের সুর
জি এম রুহুল আমিন
বার্ধক্যের জরাজীর্ণ কোষ-কলাগুচ্ছ
ডাস্টবিনের জঞ্জাল যেন মনে হয়,
স্নায়ুতন্ত্রে জাগে না আর উষ্ণ কাঁপন
সহজে মেনে নেয় সহজ পরাজয়।
কণ্ঠস্বরে গীতিময় তরঙ্গের মেলোডি
মুছে যায় প্রায়শ্চিত্তের পীড়নে,
জীবনের প্রান্তরে দুঃস্বপ্নের ক্রান্তিকাল
শরাহত প্রাণ কাঁদে ভালোবাসা বিনে।
খরাক্রান্ত হৃদয়ে বিবর্ণ পুষ্পগুলো
অকালে ঝরে যায় বিষণ্নতা ছুঁয়ে,
ডাকে না কেউ, ভালোবাসার উৎসবে
চোখের পাতায় সব স্বপ্ন যায় ধুয়ে।
অস্তাচলে সূর্যের চোখ স্পষ্টত মলিন
গতিহারা নদীর বুকে জাগে বালুচর,
জানিনে পথের শেষ আরও কত দূরে
ভাঙনের ভয়ে কাঁপে বিমর্ষ অন্তর।
- বিষয় :
- কবিতা