ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইউক্রেনকে আরও আগে থেকে সহায়তা করা দরকার ছিল: জার্মান ভাইস-চ্যান্সেলর

ইউক্রেনকে আরও আগে থেকে সহায়তা করা দরকার ছিল: জার্মান ভাইস-চ্যান্সেলর

জার্মান ভাইস-চ্যান্সেলর রবার্ট হাবেক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২ | ২২:২০ | আপডেট: ২৪ এপ্রিল ২০২২ | ২২:২০

জার্মানির ভাইস-চ্যান্সেলর জানিয়েছেন, তার দেশ ইউক্রেনের সেনাবাহিনীকে সহায়তায় দেরি করে ভুল করে ফেলেছে।

এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। সাক্ষাৎকারটি প্রচারিত হয় জার্মানির সম্প্রচারমাধ্যম জেডিএফে। খবর বিবিসির।

জার্মান ভাইস-চ্যান্সেলর রবার্ট হাবেক বলেন, আরও আগে ইউক্রেনের সামরিক বাহিনীকে সহায়তা না করা আমার দেশের ভুল ছিল।

‘ইউক্রেনকে এক বছর আগে থেকে সহায়তা দেওয়া উচিত ছিল’, যোগ করেন হাবেক।

জার্মান এ রাজনীতিবিদ বলেন, আমাদের নিশ্চিতভাবে ইউক্রেনের সেনাবাহিনীকে আগে থেকেই সহায়তা দেওয়া উচিত ছিল। আমি কয়েকদিন বা কয়েক সপ্তাহ আগে সহায়তা দেওয়ার কথা বলছি না, বলছি বছরের কথা।

অ্যাঙ্গেলা মের্কেলের সরকার সমালোচিত ছিল রাশিয়ার সঙ্গে গভীর সম্পর্কের কারণে। তবে এটি ভুলে গেলে চলবে না যে, রুশ জ্বালানির ওপর নির্ভরতা রয়েছে দেশটির।

হেবেক বলেন, ন্যাটোর লক্ষ্য পূরণে সরকার জিডিপির দুই শতাংশ প্রতিরক্ষায় খরচ করার প্রতিশ্রুতি দেওয়ার পর জার্মানি এখন ইউক্রেনকে ভারী অস্ত্র সরবরাহে সহায়তা করছে। আমাদের দেশ ইতোমধ্যে নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইন স্থগিত করেছে।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। এর পর ইউরোপের বিভিন্ন দেশ পড়েছে বেকায়দায়। কেননা, মস্কোকে নানা নিষেধাজ্ঞার ফাঁদে ফেলা পশ্চিম এখনও রুশ জ্বালানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল।

আরও পড়ুন

×