চাহিদা নেই, করোনা টিকার ১০ কোটি ডোজ ধ্বংস করেছে সেরাম

চাহিদা হ্রাস পাওয়ায় গত ডিসেম্বর থেকে টিকার উৎপাদন বন্ধ রেখেছে সেরাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২২ | ১০:৩৩ | আপডেট: ২১ অক্টোবর ২০২২ | ১০:৩৬
ভারতের টিকা উৎপাদক প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া জানিয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় করোনা টিকার ১০ কোটি ডোজ ধ্বংস করতে হয়েছে তাদের। সেরামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনাওয়ালা বৃহস্পতিবার জানান, চাহিদা হ্রাস পাওয়ায় গত ডিসেম্বর থেকে তারা টিকা উৎপাদন বন্ধ করে। খবর বিবিসির।
সেরাম বিশ্বের সর্ববৃহৎ টিকা উৎপাদক প্রতিষ্ঠান। যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকা করোনার যে টিকা উদ্ভাবন করেছে, সে টিকা ভারতে উৎপাদন করছে এ প্রতিষ্ঠান। স্থানীয়ভাবে সেরামের উৎপাদিত টিকার নাম কোভিশিল্ড। ভারতের যত মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে, এর মধ্যে ৯০ শতাংশই কোভিশিল্ড টিকা পেয়েছে।
বৃহস্পতিবার উন্নয়নশীল দেশগুলোর টিকা উৎপাদক প্রতিষ্ঠানগুলোর জোট ডিসিভিএমএনের বার্ষিক সাধারণ সভা হয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে। সেখানে কোভিশিল্ড টিকার ১০ কোটি ডোজ ধ্বংস করার কথা জানান আদর পুনাওয়ালা। পুনাওয়ালা সাংবাদিকদের বলেন, মানুষ এখন করোনাভাইরাস নিয়ে বিরক্ত। তাই করোনার টিকার বুস্টার ডোজ নেওয়ার কোনো চাহিদাও নেই। সত্য কথা বলতে গেলে, আমিও বিরক্ত।
ভারতে এখন পর্যন্ত ২০০ কোটির বেশি কভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ভারতের মোট জনসংখ্যার ৭০ শতাংশ টিকার অন্তত দুই ডোজ নিয়েছেন।
- বিষয় :
- করোনার টিকা
- কোভিশিল্ড
- টিকা ধ্বংস