ইসরায়েলি দখলদারি নিয়ে জাতিসংঘে সোমবার ভোটাভুটি হচ্ছে না
-samakal-63f2af9c20976.jpg)
ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরায়েলের দখল করে স্থাপিত ইহুদি বসতি এলাকা কোখাভ হাশাহার এলাকা। গত ৬ নভেম্বর তোলা। ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ২৩:২৪ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ২৩:৩০
‘ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি দখদারিমূলক বসতি স্থাপন কার্যক্রম অতিসত্তর বন্ধের’ দাবি সংবলিত খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটির আহ্বান জানাবে না সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। জাতিসংষের নিরাপত্তা পরিষদকে এমনটি জানিয়ে দিয়েছে আরব আমিরাত। এ সংক্রান্ত একটি নথি হাতে পাওয়ার পর বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
জাতিসংষের নিরাপত্তা পরিষদকে রোববার আরব আমিরাতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘উভয় পক্ষের মধ্যকার ইতিবাচক আলোচনার ভিত্তিতে আমরা প্রেসিডেন্ট পর্যায়ের যৌথ বিবৃতি নিয়ে কাজ করছি, যা অচিরেই ঐকমত্যের পথে নিয়ে যাবে।’
অতএব সোমবারের নিরাপত্তা পরিষদের বৈঠকে এ বিষয়ের ওপর খসড়া প্রস্তাবে ভোটাভুটি হচ্ছে না।
- বিষয় :
- ফিলিস্তিন
- ইসরায়েল
- জাতিসংঘ
- নিরাপত্তা পরিষদ
- ভোটাভুটি