ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

উ. কোরিয়ার মানবাধিকার নিয়ে জাতিসংঘের বৈঠকে চীনের বিরোধিতা

উ. কোরিয়ার মানবাধিকার নিয়ে জাতিসংঘের বৈঠকে চীনের বিরোধিতা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ | ২১:৫৪ | আপডেট: ১৫ আগস্ট ২০২৩ | ২২:০৭

উত্তর কোরিয়ায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকের পরিকল্পনার বিরোধিতা করেছে চীন। বেইজিং মনে করে, এতে সংঘাত ও বৈরিতা আরও বাড়বে। যুক্তরাষ্ট্র, আলবেনিয়া ও জাপান এ বৈঠক অনুষ্ঠানের অনুরোধ জানিয়েছে। 

আগামীকাল বৃহস্পতিবার এ বৈঠক হওয়ার কথা। বৈঠকটি অনুষ্ঠিত হলে উত্তর কোরিয়া প্রশ্নে এটি হবে ২০১৭ সালের পর ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

নিউইয়র্কে চীনের জাতিসংঘ মিশনের মুখপাত্র সোমবার বলেন, এ ধরনের বৈঠকে অর্থকরী কিছু যোগ হবে বলে চীন মনে করে না এবং চীন এর বিপক্ষে। তিনি আরও বলেন, পরিষদের দায়িত্ব আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, মানবাধিকার প্রতিষ্ঠা নয়।

বৃহস্পতিবার এ ব্যাপারে চীন আনুষ্ঠানিকভাবে ভোট আহ্বান করে বৈঠক ঠেকানোর চেষ্টা করবে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বিষয়টিকে এগিয়ে নিতে ন্যূনতম ৯টি ভোটের প্রয়োজন। সেটি পাওয়ার ব্যাপারে তারা আত্মবিশ্বাসী। খবর এনডিটিভির।


আরও পড়ুন

×