কারাগার থেকে হাসপাতালে থাকসিন

ছবি: সিটিভি নিউজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩ | ১৬:৫৮ | আপডেট: ২৩ আগস্ট ২০২৩ | ১৬:৫৮
স্বেচ্ছায় নির্বাসন থেকে ১৫ বছর পর মঙ্গলবার থাইল্যান্ড ফিরলে জেলে পাঠানো হয় সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে। তবে কারাগারে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাত ১টায় তাঁকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর বিবিসির
দেশটির সংশোধনী বিভাগ বিবৃতিতে জানিয়েছে, ৭৪ বছর বয়সী থাকসিন কারাগারের প্রথম রাতেই অসুস্থ হয়ে পড়েন। তাঁর অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, উচ্চ রক্তচাপ এবং ঘুম কম হওয়াসহ অনেক সমস্যা দেখা দেয়। এ পরিস্থিতিতে জেলে তাঁর জীবন ঝুঁকিতে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
থাই রয়েল পুলিশ বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসক তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে ফুসফুস, উচ্চ রক্তচাপের সমস্যা পেয়েছেন। রাত ১টায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
সেখানকার কারা কর্তৃপক্ষ জানিয়েছিল, বার্ধক্য বিবেচনায় থাকসিনকে নির্দিষ্ট চিকিৎসা সরঞ্জামসহ আলাদা একটি উইংয়ে রাখা হবে। সেখানে তিনি তাৎক্ষণিকভাবে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন, যার প্রথম পাঁচ দিন তিনি তাঁর ঘরেই থাকবেন বলেও জানায় কর্তৃপক্ষ।
- বিষয় :
- থাকসিন সিনাওয়াত্রা
- হাসপাতাল
- কারাগার
- থাইল্যান্ড