ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইতিহাসের উষ্ণতম জানুয়ারি দেখল বিশ্ব

ইতিহাসের উষ্ণতম জানুয়ারি দেখল বিশ্ব

প্রতীকী ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২২:৪৯

আশঙ্কা আগেই ছিল, তবে আশার বাণীও ছিল। কিন্তু সত্যি হয়েছে আশঙ্কাই। ইতিহাসের উষ্ণতম জানুয়ারি মাসের খেতাব পেয়েছে চলতি বছরের জানুয়ারি। ইউরোপের পরিবেশ মনিটর কোপারনিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবা বৃহস্পতিবার প্যারিসে দিয়েছে এই তথ্য।

সংস্থাটি বলছে, শিল্পবিপ্লবের আগের তুলনায় ১.৭৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে গত মাসের তাপমাত্রা। যদিও বিজ্ঞানীরা আশা করেছিলেন, শীতল ‘লা নিনা’ অবস্থার কারণে গত বছরের রেকর্ড সৃষ্টিকারী বৈশ্বিক তাপমাত্রা এ বছরে এসে কিছুটা কমবে। কিন্তু তাপমাত্রা না কমে উল্টো রেকর্ড মাত্রায় অথবা রেকর্ড মাত্রার কাছাকাছি অবস্থান করছে। কেন আবহাওয়ার এমন বৈরী রূপ– এ প্রশ্নের উত্তর এখনও খুঁজে পাননি আবহাওয়াবিদ ও বিজ্ঞানীরা।

কোপারনিকাসের জলবায়ু বিজ্ঞানী জুলিয়েন নিকোলাস বলেছেন, আমরা যেমনটা প্রত্যাশা করেছিলাম, তেমন হচ্ছে না। বৈশ্বিক তাপমাত্রায় শীতল লা নিনার প্রভাব দেখা যাচ্ছে না।

কোপারনিকাস জলবায়ু পরিবর্তন সংস্থা বলেছে, বৈশ্বিক থার্মোস্ট্যাটে মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ এখন চরমে পৌঁছেছে। আবহাওয়ার এই চরমভাবাপন্ন অবস্থার বিরূপ প্রভাবে মানবজাতির পাশাপাশি বড় আকারের ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতির। হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। দ্য গার্ডিয়ান।

আরও পড়ুন

×