ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ঋণের বোঝা নিয়ে চললে দেশ দেউলিয়া হতে পারে: জি এম কাদের

ঋণের বোঝা নিয়ে চললে দেশ দেউলিয়া হতে পারে: জি এম কাদের

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২ | ০৮:৫৬ | আপডেট: ০৭ এপ্রিল ২০২২ | ১০:৩৪

মেগা প্রকল্পের জন্য বিদেশ থেকে নেওয়া ঋণের বোঝা ক্রমশ বেড়ে চলেছে উল্লেখ করে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এই বিপুল পরিমাণ ঋণের বোঝা নিয়ে চললে বাংলাদেশও শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে পারে। 

বৃহস্পতিবার বিকেলে জাতীয় পার্টি মহানগর দক্ষিণ- এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘আমরা অনেক বড় ঋণের বোঝা ঘাড়ে নিয়েছি। মেগা প্রজেক্ট এর নামে বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন ধরনের ঋণ গ্রহণ করেছি। অনেক সময় অনেক বেশি সুদে ঋণ নিয়েছি আমরা।’ 

তিনি বলেন, ‘এই বছরও দেশি-বিদেশি এক লক্ষ কোটি টাকা ঋণ নেওয়ার জন্য একটা প্রাক্কলন করা হয়েছে। এই ঋণের বোঝা ঘাড়ে নিয়ে আমরা যদি সামনের দিকে অগ্রসর হতে থাকি এবং এই খরচগুলো যখন আমাদের করতে হবে তখন বাংলাদেশের দেউলিয়া হতে খুব বেশি সময় লাগবে না।’

নবম জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমি যতটুকু খবর পেয়েছি, গত অর্থবছরে প্রায় ১০০ বিলিয়ন ডলার বাংলাদেশকে আমদানি করতে হয়েছে। সেই হিসাবে আমাদের আয় সংখ্যা অনেক কম।

অর্থনীতিবিদদের বরাত দিয়ে তিনি বলেন, গেল বছর আমদানি ব্যয় হয়েছে ১০০ বিলিয়ন ডলার। যা কখনোই ৬০ বিলিয়ন ডলারের বেশি ছিলো না। এখন ৪০ বিলিয়ন ডলার ব্যয় বেরেছে। যা আমাদের রিজার্ভ থেকে কমতে থাকবে। এভাবে রিজার্ভ কমতে থাকলে দেশকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। শ্রীলঙ্কার মত দেউলিয়া হতে পারে দেশ। দেশের মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে।

সরকারের একের পর এক মেগা প্রকল্প গ্রহণের সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, ‘একসাথে পাঁচটা দশটা প্রকল্প হাতে নেওয়ার দরকার ছিল না। আমরা আস্তে আস্তে একটা একটা করে করতে পারতাম। যাতে করে আমরা সহনীয় অবস্থায় থাকতে পারতাম। এখন যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে বাংলাদেশের একটি আশঙ্কা দেখা দিয়েছে।’

জি এম কাদের তার বক্তব্যে দেশের জনগণকে অতিদরিদ্র, দরিদ্র ও মধ্যবিত্ত তিন ভাগে ভাগ করে সরকারকে রেশনিং ব্যবস্থা চালু করার জন্য আহ্বান জানান। 

টিসিবির মাধ্যমে ১ কোটি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগকে তিনি সরকারের ‘দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা’ বলে উল্লেখ  করেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব  মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আব্দুল মান্নান, নাজমা আক্তার, জহিরুল ইসলাম জহিরসহ কেন্দ্রীয় নেতারা।



আরও পড়ুন

×