ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বাংলাদেশ নিয়ে চিঠি ও বিবৃতি

শাসক শ্রেণিকে দায়ী করছে বামপন্থি দলগুলো

শাসক শ্রেণিকে দায়ী করছে বামপন্থি দলগুলো

অমরেশ রায়

প্রকাশ: ১৫ জুন ২০২৩ | ১৮:০০

বাংলাদেশে নির্বাচন ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিদেশিদের নাক গলানোকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করছে বামপন্থি দলগুলো। তবে হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি করায় দেশের শাসক শ্রেণিকে দুষছে এসব দল। দলগুলোর মতে, আওয়ামী লীগ, বিএনপিসহ শাসক শ্রেণির নতজানু নীতি দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের এমন হস্তক্ষেপের সুযোগ করে দিচ্ছে। ক্ষমতায় টিকে থাকতে সরকারি দল এবং ক্ষমতায় যেতে বিরোধী দলগুলো বিদেশিদের কাছে ধরনা দেয়। তারাই দেশের রাজনৈতিক ও অন্যান্য বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের আহ্বান জানায়।

বাংলাদেশে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগসহ বিভিন্ন ইস্যুতে সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় এমপি ও মার্কিন কংগ্রেসম্যানদের পৃথক চিঠি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে।

এ নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম সমকালকে বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের এমন হস্তক্ষেপের জন্য সরকার যেমন দায়ী, তেমনি বিরোধী দলও দায়ী। স্বাধীন-সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার সাহস অন্য দেশ কোথা থেকে পাচ্ছে? এটি জাতি হিসেবে আমাদের জন্য অপমানজনক। দেশের এমন করুণ অবস্থা সৃষ্টি করেছে আওয়ামী লীগ ও বিএনপি। উভয় পক্ষই যে কোনো কিছু ঘটলে বিদেশিদের দপ্তরে ধরনা দিচ্ছে। এর সুযোগ নিচ্ছে বিদেশি শক্তিগুলো।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয় জনগণই ঠিক করবে। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি– যারাই যখন ক্ষমতায় থেকেছে তারা লুটপাটের রাজনীতিকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে। এ জন্য তারা বিদেশিদের প্রতি নতজানু থাকে এবং তাদের সঙ্গে গাঁটছড়া বাঁধে। এ কারণেই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ পাচ্ছে বিদেশিরা।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, শাসক শ্রেণির দলগুলো যতদিন পর্যন্ত নিজেদের নতজানু নীতির বদল না ঘটাবে এবং বিদেশিদের হস্তক্ষেপের সুযোগ তৈরি করার পথ বন্ধ না করবে– ততদিন পর্যন্ত এমন পরিস্থিতি চলতেই থাকবে। প্রত্যাশা করব, তাদের শুভবুদ্ধির উদয় ঘটবে। তারা বিদেশি কোনো শক্তি নয়, দেশের জনগণ ও দলীয় শক্তিতে বলীয়ান হয়ে চলবে।

আরও পড়ুন

×