বিএনপি নেতা আমিনুলের বাসায় পুলিশের অভিযান

আমিনুল হক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩ | ২৩:২৬ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ | ২৩:২৬
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার রাতে এ অভিযানের সময় তিনি বাসায় ছিলেন না।
আমিনুল হক জানান, বুধবার রাত সাড়ে ৮টার সময় তাঁর বাসায় পুলিশ অভিযান চালায়। অভিযান শুরুর আগে বাসার আশেপাশে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়, যাতে সিসি ক্যামেরায় সেই ফুটেজ ধারণ করা না যায়।
তিনি জানান, তাদের সাততলা ভবনের মূল গেটে তালা খুলতে লোক নিয়ে আসে পুলিশ। পরে ভেতরে ঢুকে প্রত্যেক ভাড়াটিয়ার বাসাসহ আশপাশের কয়েকটি ভবনেও তল্লাশি করে তারা। সাত-আটটি গাড়িতে করে সাদা পোশাকে ও পোশাক পরে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখে এ অভিযান চালায়। এতে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। তিনি নিরাপদ স্থানে আছেন এবং প্রায় দেড় ঘণ্টা এ অভিযান চলে বলে জানান আমিনুল।
- বিষয় :
- ঢাকা মহানগর উত্তর
- আমিনুল হক
- বিএনপি